কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) সকালে শহরের বনরুপা সিএনজি স্ট্যান্ড চত্বরের মূল সড়কের পাশে রাঙ্গামাটি বন বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।
রাঙ্গামাটিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহিদুল রহমান মিয়া, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, ইউ এস এফ বন বিভাগের মো. সোহেল রানা, রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ প্রমুখ।
বক্তারা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মন্তব্য করুন