কুষ্টিয়ার ভেড়ামারার মোকাররমপুর ইউনিয়নের জাসদ ছাত্রলীগ নেতা নাইফ আহমেদ তুষারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তুষার মোকাররমপুর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকার একটি বেসরকারি ইউনিভার্সিটির ছাত্র বলে জানিয়েছেন ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিম হোসেন সেবুল। নিহত তুষার চর গোলাপনগর এলাকার রবিউল ইসলামের ছেলে।
শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোলাপনগরে রবিউলের চায়ের দোকানে মোটরসাইকেলযোগে দেশীয় অস্ত্র হাতে ২৫ থেকে ৩০ জন সশস্ত্র দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে কুপিয়ে আহত করে। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১০টা ৪০ মিনিটে তুষারের মৃত্যু হয়।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা গেছে, তুষার ইফতারির পর আনুমানিক সাড়ে ৭টার দিকে রবিউলের চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেলযোগে আগত দেশীয় অস্ত্র হাতে ২৫ থেকে ৩০ জন সশস্ত্র দুর্বৃত্ত তাকে চারদিক থেকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তুষার দৌড় দিয়ে পালানোর চেষ্টা করলে তারাও তার পিছে ধাওয়া করে আবারও তাকে কুপাতে থাকে। এ সময় স্থানীয়রা ছুটে গেলে দুর্বৃত্তরা তাকে রাস্তায় ফেলে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। তুষারের হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা আহত তুষারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ডাক্তার তৎক্ষণিক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে রাত ১০টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি তুহিন বলেন, আমরা শুনেছি দুর্বৃত্তরা তুষারকে মারাত্মকভাবে কুপিয়ে হত্যা করেছে। আমরা আগামীকাল সমস্ত তথ্য সহকারে আপনাদেরকে বিস্তারিত জানাব।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান (তদন্ত) বলেন, আমরা ঘটনাস্থলে আছি। অপরাধীদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত সব দুর্বৃত্তকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
মন্তব্য করুন