গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ও ফুট ওভারব্রিজ নির্মাণসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
রোববার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, টঙ্গী কলেজ গেট এলাকায় বাস চাপাসহ সড়ক দুর্ঘটনায় প্রায়ই প্রাণ হারাচ্ছেন শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ। রোববার সকালেও প্রাণ হারিয়েছেন একজন। এরই প্রতিবাদে সকালে সড়কে নেমে আসে টঙ্গী সরকারি কলেজ ও আশপাশের স্কুলশিক্ষার্থীরা। একপর্যায়ে মহাসড়কে অবরোধ করে তারা। পরে পুলিশ এসে দাবির পূরণের ব্যাপারে তাদের আশ্বস্ত করলে প্রায় এক ঘণ্টা পর তারা অবরোধ প্রত্যাহার করে।
মন্তব্য করুন