ঢাবি প্রতিনিধি (টাঙ্গাইলের ঘাটাইল থেকে)
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ
প্রান্তিক হাসি ফাউন্ডেশনের

ঈদের দিন হুইলচেয়ার পেয়ে উচ্ছ্বসিত আকলিমা

হুইলচেয়ার পেয়ে আকলিমা আক্তার ও তার পিতা-মাতার মুখে স্বস্তির হাসি মিলেছে। ছবি : কালবেলা
হুইলচেয়ার পেয়ে আকলিমা আক্তার ও তার পিতা-মাতার মুখে স্বস্তির হাসি মিলেছে। ছবি : কালবেলা

টাঙ্গাইলের ঘাটাইলে হুইলচেয়ার পেয়ে প্রতিবন্ধী কিশোরী আকলিমা আক্তারের (১৪) মুখে হাসি ফুটেছে। অসহায় পিতা-মাতার আর্থিক সংকটের কারণে এতদিন আদরের মেয়ের হুইলচেয়ারের আবদার রক্ষা করতে পারেনি।

অবশেষে ‘প্রান্তিক হাসি ফাউন্ডেশন’ নামে একটি মানবিক সংগঠনের সহযোগিতায় ঈদের দিন (১১ এপ্রিল) হুইলচেয়ার পেয়ে অসহায় মেয়ে আকলিমা আক্তার ও তার পিতা-মাতার মুখে স্বস্তির হাসি মিলেছে।

জানা গেছে, ধলাপাড়া ইউনিয়নের আষাঢ়িয়াচালা গ্রামের গৃহকর্মী রাবেয়া ও আসলাম দম্পতির একমাত্র মেয়ে আকলিমা। জন্মের পর সুস্থ থাকলেও পরবর্তীতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তার দুই পা অকেজো হয়ে পড়ে। সে চলাফেরা করতে পারে না। অভাবের সংসারে বাবা-মায়ের কোলে বেড়ে উঠলেও বয়স বাড়ায় কষ্ট করে চলাফেরা করতে হয়। বাকি সময় তাকে শুয়ে-বসে থাকতে হয়। অভাব-অনটনের সংসারে তাকে একটি হুইল চেয়ার কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই পরিবারটির।

হুইলচেয়ার পেয়ে উচ্ছ্বসিত আকলিমা বলেন, এতদিন আমার চলতে অনেক কষ্ট হয়েছে। এ চেয়ারটি আগে পেলে আমার চলাচলে অনেক সুবিধা হতো। আজ ঈদের দিনে চেয়ারটি পেয়ে আমার অনেক ভালো লাগছে। আমি হাঁটতে না পারলেও চেয়ারটি ব্যবহার করে আমার সহপাঠীদের সাথে অন্ততপক্ষে ঘুরতে পারব এবং আত্মীয়স্বজনের বাড়িতে যাতায়াত করতে পারব।

এ ব্যাপারে আকলিমা আক্তারের মা রাবেয়া খাতুন জানান, বসতবাড়ি ছাড়া তাদের কোনো সম্পদ নেই। মানুষের ক্ষেত খামারে কাজ করে কোনোরকম সংসার চালান তিনি । দীর্ঘদিন ধরে একটি হুইল চেয়ারের অভাবে সারাদিন তার মেয়েকে শুয়ে থাকতে হতো। হাত দিয়ে ভর করে চলতে চলতে পা ও আঙুল বিকল হয়ে গেছে। এখন চেয়ার পেয়ে পুরো পরিবারের মুখে স্বস্তির হাসি ফুটে উঠেছে।

প্রান্তিক হাসি ফাউন্ডেশনের সমন্বয়ক মো. জাফর আলী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জানতে পেরেছি আকলিমা আক্তার নামের একটি মেয়ে ছোট থেকেই এভাবে চার হাত-পায়ে অনেক কষ্টে চলাচল করছে। হাঁটুর উপর ভর করে চলতে চলতে পায়ে ইনফেকশন হয়ে গেছে। এদিকে তার দুই হাত অনেকটাই অবশ। অন্যদিকে, আকলিমার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। যার কারণে, আমাদের এই উদ্যোগ। আর এ উদ্যোগটা আমরা ঈদের দিনে বাস্তবায়ন করেছি, যাতে এ আনন্দের দিনে আনন্দের পরিমাণটা ভিন্ন মাত্রা যোগ করে।

এ বিষয়ে প্রান্তিক হাসি ফাউন্ডেশনের আরেক সমন্বয়ক ও স্থানীয় গণমাধ্যমকর্মী শফিকুল ইসলাম জয় বলেন, আকলিমার মুখে হাসি ফুটানোর এ ক্ষুদ্র প্রয়াসটি আজকের দিনের বড় একটি পাওয়া। আমরা প্রান্তিক অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করছি। তবে ভবিষ্যতেও আমাদের সংগঠনের এ রকম মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-৮ আসনে সাদিক কায়েমের প্রার্থিতার খবরে যা বলছেন হাদি

নির্বাচন কোনোভাবেই ঝুঁকিতে ফেলা যাবে না : সাইফুল হক

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ড. ওবায়দুল ইসলামের উদ্যোগে দোয়া মাহফিল

খালেদা জিয়ার আরোগ্য লাভের অপেক্ষায় কোটি জনতা : অপর্ণা রায়

ঢাকায় রুশ গণ-কূটনীতির শতবর্ষ উদযাপন

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ : মুফতি মোস্তফা কামাল

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তার ফেসবুক পোস্ট

১০

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

১১

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

১২

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

১৩

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

১৪

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

১৫

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

১৬

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

১৭

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

১৮

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

১৯

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

২০
X