মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে জমে উঠেছে শত বছরের ঐহিত্যবাহী পৌর ঈদমেলা

জামালপুরের মাদারগঞ্জে জমে উঠেছে ৭ দিনব্যাপী মেলা। ছবি : কালবেলা
জামালপুরের মাদারগঞ্জে জমে উঠেছে ৭ দিনব্যাপী মেলা। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জে জমে উঠেছে ৭ দিনব্যাপী শত বছরের ঐতিহ্যবাহী পৌর ঈদমেলা। প্রতিবছর ঈদুল ফিতরের দিন এ মেলা শুরু হয়। বৃহস্পতিবার (১১ এপ্রিল) থেকে মেলাকে কেন্দ্র করে মাদারগঞ্জে উৎসবের আমেজ বইছে। ঐতিহ্যবাহী এ মেলায় কৃষিপণ্য, মাটির জিনিস, টেপা পুতুল, বাঁশ ও বেতের সাংসারিক জিনিস, বীজ, খেলনা, কসমেটিক, কাঠ ও লোহার আসবাবপত্র পাওয়া যায়। এ ছাড়া মেলায় জিলাপি, গজা, বাতাসা, সাজ, মুড়কি, মোয়া, বুন্দিয়া, রং-বেরঙের মিষ্টির দোকান বসেছে।

মেলায় শিশুদের বিনোদনের জন্য হরেক রকমের আয়োজন করা হয়েছে। শুধু মাদারগঞ্জ পাশের উপজেলা ও জেলা সদর এবং অন্য জেলা থেকেও এই মেলায় ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

পাশের উপজেলা মেলান্দহের হাজরাবাড়ী থেকে আসা সদ্য বিবাহিত তরুণী ফাতেমাতুজ জান্নাত বলেন, আমি প্রথমবারের মতো এ মেলাতে এসেছি। অনেক ভালো লেগেছে।

আরেক গৃহবধূ শাহনাজ আক্তার বলেন, ছোটবেলায় বাবার হাত ধরে এই ঈদমেলায় আসতাম। এখন স্বামীর সঙ্গে এসেছি। বহুদিন পর এই মেলাতে আসলাম। অনেক ভালো লেগেছে। মনে হলো সেই ছোটবেলায় ফিরে গেলাম।

স্থানীয় প্রাথমিকের শিক্ষক শাহজাহান বলেন, ছোটবেলা থেকেই এ মেলায় আসতাম। নিয়মিত আসা হয়। এবার শ্যালিকাকে নিয়ে এসেছি। এতে আরও ভালো লাগছে।

এদিকে মেলার প্রথম দিনেই বেচাবিক্রিতে খুশি ব্যবসায়ীরা। মিষ্টান্ন ব্যবসায়ী শ্রী সুবাস চন্দ্র ঘোষ বলেন, এরইমধ্যে বেচাকেনা জমে গেছে। গত বছরের চেয়ে এবার আরও ভালো ব্যবসা হবে।

মেলায় এবার ২৫০টি স্টল বসেছে জানিয়ে পৌর ঈদমেলা আয়োজক কমিটির সদস্য সচিব মির্জা গোলাম মওলা সোহেল বলেন, মেলার প্রথমদিনে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। তারা বিভিন্ন খেলনা সামগ্রী ও খাবার ক্রয় করছেন। শিশু বিনোদনের জন্য আমাদের আছে অনেক ধরনের ইভেন্ট। বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মডেলের ফার্নিচারও পাওয়া যাচ্ছে এই মেলায়। সবমিলিয়ে খুব উপভোগ করতেছে এ অঞ্চলসহ আশপাশের এলাকার মানুষ।

মেলাটির ইতিহাস থেকে জানা যায়, ১৭শ খ্রিষ্টাব্দে উত্তরাঞ্চলে সন্ন্যাসী ফকির বিদ্রোহের সময় সন্ন্যাসীরা যমুনার চরাঞ্চলের ঘাঁটি করে ইংরেজদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতেন। ওই সময় তারা বগুড়ার গাবতলী মহিষাবানের গোলাবাড়ি এলাকায় গাড়িদহ নদীর পাড়ে বটতলায় একটি মন্দির এবং মাদারগঞ্জের বালিজুড়ি দহপাড়ায় বিলের ধারে একটি মন্দির স্থাপনের পর সন্ন্যাসী পূজা করতেন। এ উপলক্ষে মেলা অনুষ্ঠিত হতো।

১৯২৫ সালে ঈদ ও পূজার মেলা একই দিনে হওয়ায় হিন্দু-মুসলিম দাঙ্গা শুরুর উপক্রম হয়। তখন মুসলিম নেতারা বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে ঈদুল ফিতরের দিনে ইসলামী ঈদমেলা শুরু করেন। সেই থেকে প্রতিবছর এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগে বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করা হলেও শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটায় এবার মেলা অনুষ্ঠিত হচ্ছে মাদারগঞ্জ হাওয়াই রোড সংলগ্ন মির্জা মোস্তফা স্মৃতি পৌর পার্কের মাঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে পালিয়েছেন এসটিসি নেতা আল-জুবাইদি

খালেদা জিয়া কর্মের জন্য অমর হয়ে থাকবেন : দুলু

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

জীবন বদলে দিতে পারে এমন ৫ অভ্যাস

সাতসকালে বোমা বিস্ফোরণ, প্রাণ গেল একজনের

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

রাজশাহীর ৬ আসনে হলফনামা / ‘ধার ও দানের’ টাকায় নির্বাচন করবেন ৮ প্রার্থী

মানসিক সক্ষমতা ধরে রাখার ৪ কার্যকর অভ্যাস

রাজধানীতে আজ কোথায় কী

আবারও বিশ্বসেরা আফগানিস্তানের জাফরান

১০

আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

১১

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

১২

শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

আকিজ গ্রুপে বড় নিয়োগ

১৫

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

১৬

৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৭

মুরাদনগরে ঝাড়ু মিছিল

১৮

নওগাঁয় বিএনপি প্রার্থীকে শোকজ

১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হলের নাম পরিবর্তন

২০
X