মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বৈদ্দারগাঁ গ্রামের দক্ষিণ পাড়ার কাঁচা সড়ক সংলগ্ন ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে কয়েকজন মুসুল্লি কবর জিয়ারত করতে যাওয়ার সময় রাস্তার পাশে ভুট্টা ক্ষেতে মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারকে বিষয়টি জানানো হলে তারা পুলিশকে খবর দেয় ও ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে গজারিয়া থানার ওসি রাজিব খাঁন জানান, বিষয়টি জানতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ২৫ থেকে ৩০ বছরের একটি নারীর মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে পিবিআই প্রাথমিক সুরতহাল তৈরি করেছে। ময়নাতদন্ত ও অধিকতর তদন্তসাপেক্ষে পরবর্তীতে হত্যারহস্য জানা যাবে বলে জানান তিনি।
মন্তব্য করুন