আরিফিন তুষার, বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

বরিশালে গর্ব গৌরনদীর দই

গৌরনদী মিষ্টান্ন ভান্ডারের দই। ছবি : কালবেলা
গৌরনদী মিষ্টান্ন ভান্ডারের দই। ছবি : কালবেলা

প্রায় ২০০ বছর নানা উৎসবে ভোজন বিলাসীদের রসনার তৃপ্তি মিটিয়ে আসছে অনন্য স্বাদের মিষ্টান্ন বরিশালের গৌরনদীর দই। এমনকি সুদূর আমেরিকায়ও গড়ে উঠেছে গৌরনদীর দইয়ের দোকান। ব্রিটিশ আমলে তৎকালীন বাকেরগঞ্জ মহকুমার গৌরনদী থানার ডাওরি ঘোষের হাতে সুখ্যাতি পায় দইসহ বিভিন্ন মিষ্টি, যা বংশপরম্পরায় এখনো টিকে আছে।

সুখ্যাতির বিষয়ে গৌরনদীর অবসরপ্রাপ্ত উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা খান সামচুল হক জানান, ব্রিটিশ কর্তারা গৌরনদীর দই ছাড়াও বিভিন্ন মিষ্টি, ঘি ও মাখন খুব পছন্দ করতেন। জমিদাররা অতিথিদের এসব সুস্বাদু খাবার দিয়ে আপ্যায়ন করতেন। মূলত অভিজাতদের মাধ্যমেই গৌরনদীর দই ও মিষ্টি দেশ-বিদেশে বিখ্যাত হয়ে ওঠে।

১৯৯০ সালে তৎকালীন গৌরনদীর প্রসিদ্ধ দই-মিষ্টি প্রস্তুতকারক জীবন ঘোষের ‘গৌরনদী মিষ্টান্ন ভান্ডার’-এর কর্মচারী রানা ঘোষ ডিভি লটারি জিতে আমেরিকায় পাড়ি জমান। সেখানে তিনি ‘গৌরনদী মিষ্টান্ন ভান্ডার’ নামে দোকান চালু করেন। প্রতিষ্ঠানটির মাধ্যমে রানা গৌরনদীর দই, মিষ্টি, ঘি ও মাখনের সুখ্যাতি আমেরিকায় ছড়িয়ে দিয়েছেন।

গৌরনদী বন্দর বণিক সমিতির সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন খোন্দকার বলেন, ডাওরি ঘোষের উত্তরসূরি হিসেবে ভুবন ঘোষ, রাধাগোবিন্দ ঘোষ, গেদু ঘোষরা গৌরনদীর দই-মিষ্টি, ঘি-মাখন তৈরি করছেন। তাদের তৈরি পণ্য বিশেষ করে দইয়ের স্বাদ ও ঘ্রাণ এমন ছিল; কয়েকবার সাবান দিয়ে হাত পরিষ্কার করলেও তা থেকে যেত। সুখ্যাতি ছড়িয়ে পড়লে গৌরনদী থেকে এসব পণ্য কলকাতা, করাচি ও রেঙ্গুন পর্যন্ত সরবরাহ করা হতো। সেই থেকে এখনও বিয়ে, জন্মদিন কিংবা মেজবানের খাবারে অনুষঙ্গ হয়ে উঠেছে গৌরনদীর দই।

স্থানীয় প্রবীণরা জানান, ডাওরি ঘোষের দই উৎপাদন পেশা পরবর্তী সময়ে ধরে রাখেন উত্তরাধিকারীদের মধ্যে ভুবন ঘোষ, রাধাগোবিন্দ ঘোষ, গেদু ঘোষ, জীবন ঘোষ, নির্মল ঘোষ, শচীন ঘোষ, সুশীল ঘোষ ও ননী ঘোষ। ননী ছাড়া সবাই মারা গেছেন। ননী ঘোষও বয়সের ভারে ন্যুব্জ। ফলে পরবর্তী প্রজন্মে এসে এখন প্রয়াত শচীন ঘোষের ছেলে গৌরদাস ঘোষ, ননী ঘোষের ছেলে শ্যামল ঘোষ, প্রয়াত সুশীল ঘোষের ছেলে বলরাম ঘোষ গৌরনদীর দই, মিষ্টি তৈরি ও বিক্রিতে যুক্ত আছেন।

শচীন ঘোষের ছেলে গৌরনদী বন্দরের ‘গৌরনিতাই মিষ্টান্ন ভান্ডার’-এর কর্ণধার গৌরদাস ঘোষ বলেন, ‘গৌরনদীর দইয়ের প্রধান বৈশিষ্ট্য সহজে পরিবহনযোগ্য এবং স্বাভাবিক তাপমাত্রায় ৭-৮ দিন ভালো থাকে। একইভাবে শুকনো মিষ্টি ১৫ দিন, মাখন দু-একদিন এবং ঘি এক বছরেও নষ্ট হয় না।

তিনি আরও বলেন, ‘দই-মিষ্টি তৈরির উপকরণ দুধ-চিনি; জ্বালানি ও কাঁচামালের দাম ব্যাপক হারে বেড়ে গেছে। কষ্ট হলেও বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে ব্যবসা অব্যাহত রেখেছি।’

ননী ঘোষের ছেলে শ্যামল ঘোষ বলেন, ‘পূর্বপুরুষের গড়া মানের সঙ্গে আপস করিনি। তবে দুর্মূল্যের বাজারে দিন দিন ভালো জিনিস তৈরি কঠিন হয়ে পড়েছে।’ উৎপাদনের প্রক্রিয়া-প্রথমে সংগ্রহকৃত গরুর দুধ বড় কড়াইতে নিয়ে ভালোভাবে মাটির চুলাতে রেখে জ্বাল দেওয়া হয়। এরপর তা ঠান্ডা করা হয়। কড়াইয়ের ভেতর থেকে বাঁশের চাক দিয়ে নির্দিষ্ট পরিমাণে মাখন তুলে ফেলা হয়। এরপর কড়াইয়ে দুধের যে অংশ থাকে তার সঙ্গে চিনি মিশিয়ে আবারো ভালোভাবে গরম করা হয়। এবার মিশ্রণের রং কিছুটা লালচে আকার ধারণ করলে তা নামিয়ে ফেলা হয়। এরপর ওই মিশ্রণ মাটিতে সাজিয়ে রাখা বিভিন্ন আকৃতির (১ কেজি থেকে ৬ কেজি) মাটির হাঁড়িতে ঢালা হয়। এভাবে দই পাতা হয়। এ প্রক্রিয়াকে বলা হয় চাণক। এভাবে হাঁড়িতে পেতে রাখা দই এভাবে চারপাশে কচুরিপানা দিয়ে তার ওপর ২৪ থেকে ৩০ ঘণ্টা রাখার পর তা অকেটা জমাট ও কিছুটা শক্ত হয়ে আসে। এরপর শুরু হয় তা বিক্রি ও বাজারজাতকরণের কাজ। এই দই আবহাওয়া ও তাপমাত্রা ভেদে ৬ থেকে ১০ দিন পর্যন্ত ভালো থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিছু হটলো মন্ত্রণালয়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা জানা গেল

৫ মে থেকে জবিতে স্বশরীরে ক্লাস-পরীক্ষা 

মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই : রিজভী 

প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষেই অসুস্থ হয়ে পড়ল মাদ্রাসা শিক্ষার্থী

বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডেলিভারি ম্যান নিয়োগ দেবে দারাজ, পদসংখ্যা ২০০

লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

২৫ বছরের ইতিহাসে খুলনায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস

সম্পত্তি ভাগাভাগি নিয়ে বাবাকে পিটিয়ে মারল ছেলে

১০

সাবেক দলের বিপক্ষে কেন উইকেট কম মোস্তাফিজের?

১১

ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ২

১২

হজ ভিসা আবেদনের সময় বাড়ল

১৩

প্রথম ম্যাচের ভুল শোধরাতে মাঠে নামছে জ্যোতিরা

১৪

চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতার ভাগনে

১৫

জেনারেটর চলে না ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি বেড়েছে

১৬

শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিএনপি সংকল্পবদ্ধ : মির্জা ফখরুল

১৭

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ হচ্ছে!

১৮

৭০ বছরেও প্রেমিকা খুঁজতে বিজ্ঞাপন, সপ্তাহে খরচ ৪৩ হাজার টাকা

১৯

সৌদি আরবে গৃহকর্মীর বাঁচার আকুতি

২০
*/ ?>
X