কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০১:৪১ এএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশের পর সেই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক জুটন। ছবি : সংগৃহীত
চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক জুটন। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক জুটনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (২০ এপ্রিল) নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম।

নোটিশে বলা হয়, এমদাদুল হক জুটন পাকুন্দিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে মিছিল, শোডাউন, মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। লঙ্ঘনের অপরাধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।

মোহাম্মদ মোরশেদ আলম বলেন, নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। নোটিশের জবাবের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল দৈনিক কালবেলা পত্রিকার অনলাইনে “প্রচারণা শুরুর আগেই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশ পায়। এরপর ২০ এপ্রিল অনলাইনে “ফের আচরণবিধি লঙ্ঘন করেন চেয়ারম্যান প্রার্থী, নীরব প্রশাসন” শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশ পায়।

সংবাদে বলা হয়, ফের আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক জুটন। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে দেখা যায় তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি প্রচার করা হয়। ঘণ্টাখানেক পর তা আবার সরিয়ে ফেলা হয়। যেখানে কয়েক শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউন করছে তার সমর্থকরা। প্রথমে তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে সরাসরি প্রচার করা হলে মুহুর্তে তা ভাইরাল হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর আবারও ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়।

ভিডিওতে শোনা যায় তার সমর্থকরা বলছেন, আজকে (শুক্রবার) আমরা এমদাদুল হক জুটনের নির্বাচনী প্রচারণায়। ইতোমধ্যে আমরা হর্ষি বাজারের দিকে রওনা দিয়েছি। প্রায় এক থেকে দেড় হাজার মোটরসাইকেল নিয়ে আমরা রওনা হয়েছি। এটা নির্বাচনী প্রচারণা। এসময় চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক জুটনের নামে স্লোগান দিতে শোনা যায়। পরে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের মাঝে রঙিন লিফলেট ভিতরণ করেন তিনি।

এ ব্যাপারে এমদাদুল হক জুটন বলেন, বিষয়টি আমার জানা নাই। আমি দেখতেছি বলে ফোন রেখে দেন।

মোহাম্মদ মোরশেদ আলম বলেন, এর আগেও আমরা তার নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের বিষয়টি জেনেছি। এরপর তাকে মৌখিকভাবে সাবধান করে দিয়েছি। পুনরায় এমন করে থাকলে তার বিরুদ্ধে লিখিতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেও প্রচারণা শুরুর আগেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগি উঠেছিল চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক জুটনের বিরুদ্ধে। বুধবার (১৭ এপ্রিল) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধতা পেয়েই তিনি রঙিন ব্যানার ব্যবহার ও সমাবেশ করে প্রচারণা করেন। আর এমন প্রচারণা তিনি তার ব্যক্তিগত ফেসবুকে লাইভ করেছেন।

ফেসবুক লাইভে দেখা যায়, একটি টেবিল পেতে কয়েকশত মানুষের সামনে তিনি ও তার সমর্থকেরা হ্যান্ড মাইকে বক্তব্য রাখছেন। তার পাশেই টানানো রয়েছে রঙিন ব্যানার। যেখানে তিনি চেয়ারম্যান প্রার্থী ব্যানার টানিয়ে জনগণের কাছে ভোট চাচ্ছেন।

জানা গেছে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পাকুন্দিয়া উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। প্রতীক বরাদ্দের পরে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন। তবে সেই আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধতা পেয়েই এমদাদুল হক জুটন প্রচারণা শুরু করেছেন।

৬ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। আর ভোটগ্রহণ হবে ৮ মে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভলকানাইজিং মেশিন বিস্ফোরণে হাত-পায়ের মাংস উড়ে গেল মিলনের

কালভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় ইউআইইউর ৩ গবেষক

‘প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে বিচার বিভাগের আলাদা সচিবালয়’ 

স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পরে মারা গেলেন স্বামীও

মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের নতুন সভাপতি সৌরভ, সম্পাদক রলিন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬৫৯

রোহিতের সেঞ্চুরি ও কোহলির ফিফটিতে হোয়াইটওয়াশ এড়াল ভারত

সামিরাকে বিয়ের আগে স্বাভাবিক ছিল সালমানের জীবন : শাহরান

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ

১০

ধরন অনুযায়ী টাইলস পরিষ্কারের সহজ ও কার্যকর টিপস

১১

সীমান্ত দিয়ে ৬০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

১২

‘নিজামী, মীর কাসেম ও সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে’

১৩

ভাতের প্রতি ভালোবাসা প্রদর্শনে তৈরি ৬০০ মিটার লম্বা রাইস কেক

১৪

সালমানকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে সোহেল রানা

১৫

গাজায় যুদ্ধবিরতি সমন্বয় কেন্দ্রের বেসামরিক প্রধান নিয়োগ দিল যুক্তরাষ্ট্র

১৬

কুয়াকাটায় সব হোটেল-মোটেল বন্ধের ঘোষণা

১৭

নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে নেতাদের কাজ করার আহ্বান সেলিমুজ্জামানের 

১৮

মারা গেল গাজীপুর সাফারি পার্কে বেঁচে থাকা সর্বশেষ জিরাফ

১৯

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

২০
X