ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

আবারও দাম বাড়ল পেঁয়াজের

বিক্রির জন্য পেঁয়াজ, রসুন ও মরিচসহ নিত্যপণ্যের পসরা সাজিয়েছেন দোকানি। ছবি : কালবেলা
বিক্রির জন্য পেঁয়াজ, রসুন ও মরিচসহ নিত্যপণ্যের পসরা সাজিয়েছেন দোকানি। ছবি : কালবেলা

দিনাজপুরের ফুলবাড়ীতে মাত্র এক দিনের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১২ টাকা। পাইকারি ব্যবসায়ীরা মোকামে দাম বাড়ার কথা বললেও খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় কয়েকজন পাইকারি ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে অধিক মুনাফা নিচ্ছেন।

শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কয়েকটি পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (২৬ এপ্রিল) পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে প্রকার ভেদে ৪৫ থেকে ৪৭ টাকা কেজি দরে। আড়তে পর্যাপ্ত পেঁয়াজ মজুত থাকলেও শনিবার সকাল থেকে কেজিতে ১০-১২ টাকা বাড়িয়ে বিক্রি করেছেন ৫৫-৫৭ টাকা কেজি দরে। এতে খুচরা বাজারেও প্রভাব পড়েছে।

খুচরা বাজারে পেঁয়াজ কিনতে আসা আসাদুল ইসলাম নামে এক ব্যক্তি কালবেলাকে বলেন, এক দিন আগেও পেঁয়াজ কিনেছি ৪৮ টাকা কেজি দরে। একই পেঁয়াজ আজ কিনতে হচ্ছে ১০-১২ টাকা বেশি দিয়ে। এভাবে বাজার অস্থির হয়ে পড়লে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে। সব কিছু নাগালের বাইরে চলে যাচ্ছে।

খুচরা বিক্রেতা হারুন উর রশীদ বলেন, পাইকারি ব্যবসায়ীরা দাম বাড়ালে খুচরা বাজারেও এর প্রভাব পড়ে এবং দাম বেড়ে যায়। এখানে খুচরা ব্যবসায়ীদের কোনো হাত নেই। স্থানীয় কয়েকজন পাইকারি আড়তদার প্রতিনিয়ত সিন্ডিকেট করে পেঁয়াজসহ অন্যান্য পণ্যের দাম বাড়িয়ে মুনাফা লুটছে। আড়তে পর্যাপ্ত পেঁয়াজ মজুত থাকার পরও আড়তদাররা পেঁয়াজ খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি না করে আরও দাম বাড়ানোর জন্য মজুত রাখছে।

পেঁয়াজের পাইকারি আড়তদার বিধান চন্দ্র বলেন, পাইকারি আড়তে কোনো সিন্ডিকেট নেই। মোকামে দাম বাড়লে আড়তে এমনিতেই দাম বেড়ে যায়। এখানে আড়তদারদের কোনো হাত নেই। তা ছাড়া আড়তদারদের কাছে পেঁয়াজ মজুদ না থাকায় দাম একটু বেড়েছে।

ফুলবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী কালবেলাকে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। তবে পাইকারি বাজারে যদি কেউ সিন্ডিকেট করে কোনো পণ্যের দাম বাড়ায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে ‘ধর্ষণ গুজব’ ছড়ানো ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার ৪

বিএনপি ক্ষমতায় এলে নদী ভাঙনের স্থায়ী সমাধান নেওয়া হবে : অপু

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে হামলা, নিহত ৭

নির্বাচনী ইশতেহারে যে ৬ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেন তাসনিম জারা

টি-টোয়েন্টি বিশ্বকাপে মেয়েরাই এখন বাংলাদেশের ভরসা

ফরিদপুরে ব্যতিক্রমী টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

উপজেলা শ্রমিক দল সভাপতি বহিষ্কার

পবিত্র রমজান মাসকে ঘিরে হারামাইনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ

ক্ষমতায় গেলে চাঁদাবাজ-দুর্নীতির কোনো জায়গা থাকবে না : জামায়াত আমির

১০

চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২৬

১১

দুই তারকা ক্রিকেটারকে ফিরিয়ে পাকিস্তানের দল ঘোষণা

১২

ভোটের আগে সীমান্তে ফের বেড়েছে অবৈধ অস্ত্রের চোরাচালান

১৩

ঈদের বিশেষ নাটক ‘হেট ইউ বউ’-তে আলভী ও সিনথিয়া

১৪

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের অঙ্গীকার জামায়াত আমিরের

১৫

মধ্যপ্রাচ্যে আরও বড় অস্থিতিশীলতার আশঙ্কা তুরস্কের

১৬

সম্পর্ক নীরবে ভাঙতে পারে যেসব কথা

১৭

সারজিস আলমকে শোকজ

১৮

জিমে যাওয়া ছাড়াই সহজ উপায়ে হয়ে উঠুন শক্তিশালী

১৯

‘ক্রিকেটের যুদ্ধে ভয়াবহভাবে হেরে গেছি’

২০
X