রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩৩
দিলীপ মজুমদার, কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০২:৫৮ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় পানিতে ডুবে তিন দিনে ৮ শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু। গ্রাফিক্স : কালবেলা
পানিতে ডুবে মৃত্যু। গ্রাফিক্স : কালবেলা

কুমিল্লায় পানিতে ডুবে তিন দিনে ৮ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৫, ২৬ ও ২৭ এপ্রিল এই তিন দিনে জেলার চান্দিনা, দাউদকান্দি, বুড়িচং ও দেবিদ্বার উপজেলায় এসব শিশুর মৃত্যু হয়।

এর মধ্যে গত ২৫ এপ্রিল জেলার চান্দিনায় দুটি, দাউদকান্দিতে দুটি, ২৬ এপ্রিল বুড়িচংয়ে একটি এবং ২৭ এপ্রিল দেবিদ্বারে ৩টি শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া আট শিশুর মধ্যে সাতজনের বয়স ৮ বছরের কম।

এদিকে বর্ষা শুরুর আগেই হঠাৎ পানিতে ডুবে এত শিশু মৃত্যুর ঘটনায় অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৭ এপ্রিল) কুমিল্লার দেবিদ্বারে চার ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়। মৃত শিশুরা হলো, দেবিদ্বার পৌর এলাকার বিজলীপাঞ্জার গ্রামের রঙমিস্ত্রি অলিউল্লাহর মেয়ে মোসা. রাইসা আক্তার (৭)।

বড় আলমপুর গ্রামের সোহরাব হোসেন সোহাগের ছেলে আঠারো মাস বয়সী শিশু সালমান এবং গুনাইঘর উত্তর ইউনিয়নের গুনাইঘর গ্রামের ইমান্দি ভূঁইয়া বাড়ির ইউনুস ভূঁইয়ার মেয়ে হাফসা (৫)। এ তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আলী এহসান।

এর আগের দিন ২৬ এপ্রিল কুমিল্লার বুড়িচংয়ে পুকুরে সাঁতার শিখতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ হৃদয় হাসান নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। একই দিন বিকেলে উপজেলার ময়নামতি ইউনিয়নস্থ কিংবাজেহুড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত হৃদয় হাসান ওই গ্রামের আবদুল হকের ছেলে। পরে রাতেই তাকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগের দিন ২৫ এপ্রিল কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দিতে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়। ওই দিন সকালে দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বরকোটা এবং দুপুরে চান্দিনা পৌরসভার ৯নং ওয়ার্ড তুলাতলী গ্রামে ওই ঘটনা ঘটে।

চান্দিনায় মারা যাওয়া শিশুরা হলো, উপজেলার তুলাতলী গ্রামের আব্দুল কুদ্দুস মন্টুর মেয়ে নাদিয়া (৭) ও এই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া (৮)। সম্পর্কে তারা দুজন খালা ও বোনের মেয়ে হয়। অপরদিকে দাউদকান্দিতে মারা যাওয়া দুই শিশু হলো, উপজেলার বরকোটা গ্রামের মো. নজরুলের ছেলে ফয়সাল (৮) এবং একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রিফাত (৭)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১০

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

১১

আইফোনের জন্য বন্ধুকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

১২

আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে : রুমিন ফারহানা

১৩

আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনই অগ্রাধিকার হবে : তারেক রহমান

১৪

এআই ফটোকার্ডের বিভ্রান্তি মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই

১৫

এবারের নির্বাচন স্বাধীনতার পক্ষে ও বিপক্ষের শক্তির বিরুদ্ধে : আবু আশফাক

১৬

অস্ত্র কেনা ও মজুত নিয়ে আলোচনার ভিডিও ভাইরাল, অভিযুক্তসহ গ্রেপ্তার ৩

১৭

বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প স্কটল্যান্ডকে নেওয়ার ব্যাখ্যায় যা জানাল আইসিসি

১৮

গোপনে বাংলাদেশ ছাড়লেন রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা

১৯

বিক্ষোভের পর খামেনির অবস্থান জানাল ইরানের দূতাবাস

২০
X