বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলনে যোগ দিলেন বিএনপির প্রবীণ দুই নেতা

তাদের হাতে দলীয় প্রতীক হাতপাখা তুলে দেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ছবি : কালবেলা
তাদের হাতে দলীয় প্রতীক হাতপাখা তুলে দেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ছবি : কালবেলা

বগুড়ার শেরপুরে শাহ আলম ওরফে পান্না ও আবদুল আজিজ নামে দুই নেতা বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। রোববার (৫ মে) রাতে এক ওয়াজ মাহফিলে গিয়ে দলে যোগ দেওয়ার ঘোষণা দেন।

শাহ আলম ওরফে পান্না শেরপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আব্দুল আজিজ শেরপুর পৌর বিএনপির সহসভাপতি ছিলেন।

উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর খেলার মাঠে ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের বগুড়া কমিটির জ্যেষ্ঠ নায়েবে আমির আল্লামা আবদুল হক আজাদ। মাহফিলে শেরপুর উপজেলার কয়েক হাজার সমর্থক উপস্থিত ছিলেন। সেখানে দুজন বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দেন।

এ সময় ওয়াজ মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম উপস্থিত ছিলেন।

জানা গেছে, শাহ আলম ওরফে পান্না উপজেলার কুসুম্বি ইউনিয়ন পরিষদের (ইউপি) পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান। প্রায় ৪১ বছর ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে ছিলেন। ১৯৮৩ সালে ছাত্রাবস্থায় তিনি ছাত্রদলে যোগ দেন। ছাত্রজীবন শেষে বিএনপির শহর ও উপজেলা কমিটিতে ছিলেন। তিনি বেশ কয়েকবছর শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

সর্বশেষ উপজেলা বিএনপি কমিটির সদস্যপদে ছিলেন। শাহ আলমের বড় ভাই জানে আলম (খোকা) শেরপুর পৌরসভার বর্তমান মেয়র। অষ্টম জাতীয় সংসদ সদস্য নির্বাচনে জানে আলম ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির দলীয় প্রার্থী।

অপরদিকে আবদুল আজিজ বগুড়া-৫ আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজের ব্যক্তিগত সহকারী (এপিএস) ছিলেন। অন্তত ৩০ বছর তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা কমিটির সহসভাপতি ইমরান খান কালবেলাকে বলেন, আনুষ্ঠানিকভাবে ওই দুজন আমাদের দলে যোগদানের পর অনুষ্ঠানের প্রধান অতিথি তাদের হাতে দলীয় প্রতীক হাতপাখা তুলে দেন। এর আগে ওই দুজন দলীয় ঘোষণাপত্রে সই করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে শাহ আলম বলেন, আমরা মুসলমান, ইসলামের পথে থাকতে হবে। এ জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ দলে যোগদান করেছি। বিএনপির চেয়ে ইসলামী আন্দোলনের আদর্শ ভালো।

শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম কালবেলাকে বলেন, শাহ আলম ওরফে পান্না সবসময় বিএনপিকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করেছেন। এ দলবদল দলীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না বরং স্থানীয়ভাবে বিএনপি আরও শক্তিশালী হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

রামপুরায় বাসে আগুন

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

১০

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

১১

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

১২

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

১৩

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

১৪

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

১৫

ইন্ডিয়ার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে ফেরত দেবে : দুলু

১৬

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

১৭

ঘুষ না দেওয়ায় প্রথম হয়েও চাকরিবঞ্চিত যুবকের মামলা, অতঃপর...

১৮

চা পানের এই ৭ ভুল ক্ষতি করছে আপনার পাকস্থলী ও লিভারের

১৯

খাদ্য নিরাপত্তা / কৃষি উৎপাদনে দেশি-বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ

২০
X