রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৪, ১২:০৫ পিএম
আপডেট : ১২ মে ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গাড়িচাপায় নিহত মাকে জড়িয়ে কাঁদছে শিশু

মায়ের নিথর দেহ জড়িয়ে কান্না করছে শিশু মেহেদি। ছবি : কালবেলা
মায়ের নিথর দেহ জড়িয়ে কান্না করছে শিশু মেহেদি। ছবি : কালবেলা

হাসপাতালের স্ট্রেচারে নারীর নিথর দেহ। মাথায় ব্যান্ডেজ বাঁধা। তার বুকের ওপর শুয়ে কাঁদছে এক বছরের শিশু। তার মাথায়ও ব্যান্ডেজ। আধো আধো বুলিতে মাকে ডাকছে তবে মায়ের কোনো সাড়া নেই। পাশে থাকা চিকিৎসক-নার্সসহ অন্য রোগীর স্বজনরা শিশুটির কান্না থামাতে পারছেন না।

শুক্রবার (১০ মে) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের এ দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি কেউ।

শিশুটির কান্নার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে শনিবার (১১ মে) রাতে নিহত নারী ও চিকিৎসাধীন শিশুর পরিচয় পাওয়া যায়।

নিহত নারীর নাম জায়েদা আক্তার। তার শিশু সন্তানের নাম মেহেদি হাসান। তাদের গ্রামের বাড়ি সুমানগঞ্জ জেলার বাংলাবাজার কুসিউড়া এলাকায়। শিশুটিকে নিয়ে জায়েদা আক্তার ভালুকা আইডিয়াল মোড় মাস্টার বাড়ি এলাকায় ভাড়া থাকতেন।

এর আগে বৃহস্পতিবার (৯ মে) রাত আনুমানিক ৩টার দিকে স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় ওই শিশু ও তার মা সড়ক দুর্ঘটনার শিকার হন।

ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় ওই শিশু ও তার মা সড়ক দুর্ঘটনার শিকার হন। তবে কীভাবে সড়ক দুর্ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। পরে ৯৯৯ কল পেয়ে পুলিশ ওই শিশু ও তার মাকে আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শুক্রবার ভোরে হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য তারিকুল ইসলাম তাদের হাসপাতালে ভর্তি করেন। পুলিশ সদস্য তারিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্ঘটনা ঘটে। পরে শুক্রবার ভোরে হাসপাতালে নিয়ে আসে তাদের। সঙ্গে কেউ না থাকায় আমি ওই শিশুটিকে ২৬ নম্বর ওয়ার্ডে ও শিশুর মাকে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করি। পরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই নারী মারা যান। শিশুটি এখনও হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ফারজানা আক্তার বলেন, বাচ্চাটি মাথায় আঘাত পেয়েছে, তাকে সকল ধরনের সেবা দেওয়া হচ্ছে। বাচ্চাটিকে ওয়ার্ডের অন্য রোগীর স্বজনরা দেখভাল করছেন।

ময়মনসিংহের ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ কালবেলাকে বলেন, নিহত জায়েদার ভাই রবিনকে খবর দেওয়া হয়েছে। তিনি আসলে শিশুটিকে তার কাছে বুঝিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে মরদেহও স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পাঁচ আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৩১ জনের বৈধ

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ১১ কিশোর

বরিশালে আটকে গেল বিএনপি প্রার্থী সান্টুর মনোনয়ন

ছাত্রলীগের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মাদুরোর ছবি প্রকাশ, জানা গেল সঠিক অবস্থান

নিরাপত্তা ও মুস্তাফিজ ইস্যুতে আইসিসিকে চিঠি দিতে যাচ্ছে বিসিবি

কারা হেফাজতে চিকিৎসাধীন আ.লীগ নেতার মৃত্যু

জুলাই যোদ্ধাদের ত্যাগে ভোটাধিকার ফিরেছে : মেজর হাফিজ

প্রথমবারের মতো মুখ খুললেন ভেনেজুয়েলার বিরোধী নেতা

ভেনেজুয়েলার ক্ষমতা যাবে কার হাতে?

১০

মুস্তাফিজ–আইপিএল ইস্যুতে যা বলছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা

১১

অভ্যুত্থান হয়েছিল দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য : জুনায়েদ সাকি

১২

এনসিপির ১ নেতাকে অব্যাহতি

১৩

মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১৪

তারেক রহমানকে সমবেদনা জানালেন হিন্দু সম্প্রদায়ের নেতারা

১৫

চবিতে ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯১.৯৯ শতাংশ, এক অভিভাবকের মৃত্যু

১৬

দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই গণভোট : উপদেষ্টা রিজওয়ানা

১৭

জাগপা ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার

১৮

ছুরিকাঘাতের পর গায়ে আগুন / শরীয়তপুরের সেই ব্যবসায়ী খোকন দাসের মৃত্যু

১৯

বৈষম্যবিরোধী নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও

২০
X