বগুড়ার শেরপুরে পণ্যবাহী ট্রাকের চাপায় অজ্ঞাত এক নারী পথচারী (৪৬) নিহত হয়েছেন। শুক্রবার (১০ মে) রাতে উপজেলার শেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড (ফলপট্টি) এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, অজ্ঞাত পরিচয়ের ওই নারী শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে করতোয়া মার্কেটের সামনে ঘুমাতেন। ঘটনার রাতে মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিমপাশে পারাপার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি দ্রুতগতির পণ্যবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই আবুল হাশেম জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় চালক-হেলপার কাউকেই আটক করা সম্ভব হয়নি। তবে অজ্ঞাত ট্রাকটিকে শনাক্ত করে চালক-হেলপারদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মন্তব্য করুন