কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

জমাট বাঁধা‌ মিশ্রণ দি‌য়ে কা‌র্পে‌টিং, জনমনে ক্ষোভ

রাস্তা নির্মাণের পর কার্পেটিং ওঠে যাওয়ার পরের দৃশ্য। ছবি : কালবেলা
রাস্তা নির্মাণের পর কার্পেটিং ওঠে যাওয়ার পরের দৃশ্য। ছবি : কালবেলা

খুলনার কয়রা উপ‌জেলায় স্থানীয় সরকার প্রকৌশল দপ্ত‌রের আওতাধীন রাস্তা কা‌র্পে‌টিংয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। ড‌ব্লিউবিএম’র উপ‌রের ময়লা প‌রিষ্কার না করা, জমাট বাঁধা মিশ্রণ ব‌্যবহারসহ নামমাত্র প্রাইম কোড দি‌য়ে কা‌র্পে‌টিং করা হ‌চ্ছে। ফলে সংস্কারকৃত রাস্তা‌‌টি কিছু‌দি‌নের ম‌ধ্যেই নষ্ট হ‌য়ে যাওয়ার শঙ্কা র‌য়ে‌ছে। নিম্নমানের কাজের ফ‌লে স্থানীয়দের ম‌ধ্যে চাপা ক্ষোভ বিরাজ কর‌ছে।

কয়রা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছ‌রে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় উপজেলার সদর ইউনিয়নের তিন নম্বর কয়রা গ্রামের (ঝি‌লিয়াঘাটা) কালীপদ মোড় থেকে জিয়াদের মোড় পর্যন্ত ১ হাজার ৫৩০ মিটার সড়কটি সংস্কার করছেন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মা এন্টারপ্রাইজ। কাজটির ৮০ শতাংশ শেষ হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঁদা-মাটি পড়ে রাস্তার ডব্লিউবিএম’র অস্তিত্ব প্রায় হারিয়ে গেছে। রাস্তার ডব্লিউবিএম’র উপ‌রের ময়লা ভালোভাবে পরিষ্কার না করে তার ওপর কার্পেটিংয়ের কাজ শুরু করা হয়েছে। জমাটবাঁধা‌ মিশ্রণ ব‌্যবহা‌রে ফি‌নি‌সিং ভা‌লো হয়‌নি। কোনো প্রাইম কো‌ডের চিহ্ন পাওয়া যায়‌নি।

স্থানীয় বা‌সিন্দা দিপালী মন্ডল, নিরঞ্জন, ফোনী মন্ডলসহ ক‌য়েকজ‌নের অভি‌যোগ- পি‌চের মিশ্রণ সব জমাটবাঁধা‌ ছিল। অনেক দূর থে‌কে মিশ্রণ তৈ‌রি ক‌রে আনা হয়। নিম্নমাণের সামগ্রী ব‌্যবহার করা হ‌চ্ছে। বিটু‌মি‌নের প‌রিমাণ অনেক কম দেওয়া হ‌চ্ছে। নামমাত্র ছ‌ড়ি‌য়ে ছি‌টি‌য়ে প্রাইম কোড করা হ‌য়ে‌ছিল। সেটাও বৃ‌ষ্টিতে ধু‌য়ে যায়। যে কারণে ঢালাই মজবুত হয়‌নি। ১১ মে পিচ ঢালা‌ইয়ের কাজ শুরু হয়। ওইদিন রাত ১১টা পর্যন্ত কাজ ক‌রা হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠা‌নের প‌ক্ষে কাজ দেখাশোনা কর‌ছেন তৌহিদ না‌মে এক ব‌্যক্তি। তি‌নি ব‌লেন, খু‌লনার আঠা‌রো মাইলের প্লান্ট থে‌কে মিশ্রণ নেওয়া হয়। যথাযথ নিয়মানুযা‌য়ী প্রাইম কোড করা হ‌য়ে‌ছিল। শ‌নিবার বৃ‌ষ্টির কার‌ণে ক‌য়েক ঘণ্টা কাজ বন্ধ ছিল। বিলম্ব হওয়ায় পিচের মিশ্রণ কিছুটা জমাট হ‌য়ে যায়। ত‌বে ব‌্যবহারযোগ‌্য নয় এমন মিশ্রণ ফেরত আনা হয়। কা‌জের মান ঠিক আছে। বরং আমরা ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছি।

কয়রা উপজেলা প্রকৌশলী মো. দারুল হুদা বলেন, আঠারো মাইলের বেটিং প্লান্ট থেকে মালামাল আসছে। শ‌নিবার প্রচুর বৃষ্টি হওয়ায় কাজ তিন চার ঘণ্টা বন্ধ ছিল। কিছু মাল জমাট বেঁধে গিয়েছিল। ত‌বে সেগুলো কার্পেটিংয়ে ব‌্যবহার করা হয়নি, ফেরত পাঠানো হয়েছে। কা‌জের সময় অফিসের লোক সেখানে উপস্থিত ছিল।

খুলনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী একেএম আনিছুজ্জামান বলেন, গত শনিবার দুপুরে বৃষ্টি হওয়ার কারণে প্রায় ৩ ঘণ্টা কাজ বন্ধ ছিল। এ কারণে রাতে কাজ চলেছে। সেখানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার রাজনীতির মাঠে সক্রিয় বিএনপি নেতা পারভেজ মল্লিক

সরকারি অফিসে হোয়াটসঅ্যাপ-পেনড্রাইভ নিষিদ্ধ করল জম্মু ও কাশ্মীর

মমতাজের পর এবার আদালতে জুতা খোয়ালেন তৌহিদ আফ্রিদি

ক্যাম্পাসে সহনশীল রাজনীতি চায় ছাত্রদল : আবিদুল

বগুড়ায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক আঞ্চলিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সব পাথর কোয়ারিগুলো ইকো ট্যুরিজম করার নির্দেশ

জকসু নির্বাচনের আগে বিচার চায় জবি ছাত্রদল

প্রোডাক্ট বিভাগে ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে শিক্ষা

চীনের সহযোগিতা বাংলাদেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ইউজিসি চেয়ারম্যান

ইলিশের উৎপাদন কমার কারণ জানালেন প্রাণিসম্পদ উপদেষ্টা

১০

জকসু নির্বাচন ঘিরে ছাত্রশিবিরের ৫ দফা

১১

ভারতে নির্মিত হচ্ছে ‘পরীমণি’, তবে কে এই পরী?

১২

বক্তব্যের ভুল ধরতে ফজলুর রহমানের আহ্বান

১৩

মাত্র ১৪ হাজার টাকা আবেদন ফি-এ মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ

১৪

অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আর নেই

১৫

খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে আফ্রিদির জামিন চাইলেন আইনজীবী

১৬

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত

১৭

আইনজীবী আলিফ হত্যা মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

১৮

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা, সাংবাদিকদের দেখেই ফেলল বোমা

১৯

খুলনার নতুন ডিসি তৌফিকুর রহমান

২০
X