সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৯:৫৪ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় দুই মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত। পুরোনো ছবি
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত। পুরোনো ছবি

সাতক্ষীরায় হত্যা ও তরুণীকে ধর্ষণের পৃথক দুটি মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

বুধবার (১৯ জুলাই) সাতক্ষীরা দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এম জি আযম এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের আলতাফ হোসেনের ছেলে আব্দুর রহমান ও আশাশুনির মনিপুর গ্রামের মোকছেদ আলী ঢালীর ছেলে রবিউল ইসলাম ঢালী।

সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুল লতিফ এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি অ্যাড. জহুরুল হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, সাতক্ষীরার কলারোয়ায় মোছা. সানজিদা হোসেন সুজ্যোতি (১৩) নামে এক কিশোরীকে হত্যার দায়ে তার প্রেমিক আব্দুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সুজ্যোতি হত্যা মামলার বিবরণে জানা যায়, কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী লাইলী পারভীন ঢাকায় একটি গার্মেন্টেসে কাজ করত। তার মেয়ে সানজিদা হোসেন সুজ্যোতি গ্রামে দাদা-দাদির কাছে থেকে লেখাপড়া করত। ২০২২ সালের ২৭ মার্চ রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয় সুজ্যোতি। একপর্যায়ে ২৮ মার্চ ভোরে একই গ্রামের বিলের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

মামলার এজাহারে আরও বলা হয়, হত্যাকাণ্ডের ঘটনার এক বছর আগে সানজিদা হোসেন সুজ্যোতির সাথে তার প্রতিবেশী আব্দুর রহমানের প্রেমের সম্পর্ক ছিল।

এ ঘটনায় সানজিদা হোসেন সুজ্যোতির মা লাইলী পারভীন হত্যার অভিযোগে কলারোয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে এ মামলায় সানজিদা হোসেন সুজ্যোতির প্রেমিক আব্দুর রহমানকে ২০২২ সালের ৪ এপ্রিল গ্রেপ্তার করে পুলিশ। একই সাথে মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দখল করেন।

এ মামলায় ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি আব্দুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

অপরদিকে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালত আশাশুনির মনিপুর গ্রামের মোকছেদ আলী ঢালীর ছেলে রবিউল ইসলাম ঢালীকে (৪৫) ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৯ জুন কন্যাকে ধর্ষণের অভিযোগে তরুণীর বাবা মামলা দায়ের করেন। মামলার অভিযোগের ভিত্তিতে আদালতে রাষ্ট্রপক্ষ ৫ জনের সাক্ষ্য উপস্থাপন করেন। আদালতে আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। আসামি পালাতক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০৯ জন বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ, ৫২ জনের গণশুনানি

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, দ্বিতীয় ঢাকা

ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই : ইরান

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধে বৃদ্ধ নিহত

রাজধানীতে আজ কোথায় কী

হুমকির মুখে তাপ বিদ্যুৎকেন্দ্র ও জাতীয় গ্রিড লাইন

স্বেচ্ছাসেবক দল নেতার পদত্যাগ

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকতে পারে

আড়ং ডেইরিতে নিয়োগ, দ্রুত আবেদন করুন

২৪ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১০

নাশতায় যেসব খাবার নীরবে বাড়াচ্ছে আপনার রক্তচাপ

১১

২৪ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১২

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

বিয়ের সাজ নিতে গিয়ে দুর্ঘটনা, সিনেমা স্টাইলে হাসপাতালেই বিয়ে

১৪

নতুন যুদ্ধ কৌশল ‘হাইব্রিড যুদ্ধ’, এটা আসলে কী

১৫

বাড়ি থেকে পালিয়ে প্রেমিককে বিয়ে, সেই তরুণীর রহস্যজনক মৃত্যু

১৬

টটেনহ্যামকে উড়িয়ে প্রিমিয়ার লিগে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল

১৭

যে কারণে ক্ষমা চাইলেন বাফুফে সভাপতি

১৮

গাজায় সেনা পাঠানো নিয়ে নতুন সংকটে পাকিস্তান

১৯

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ৬১ ক্রিকেট ব্যাট-বল বিতরণ

২০
X