মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পাস করা শিক্ষার্থীদের মিষ্টি আনতে বিদ্যালয়ের নোটিশ

শ্রীমঙ্গলের সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ। ছবি : কালবেলা
শ্রীমঙ্গলের সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ। ছবি : কালবেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি বিদ্যালয়ের এসএসসি পাস করা শিক্ষার্থীদের এক কেজি করে মিষ্টি স্কুলে নিয়ে আসার নোটিশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রোববার (১২ মে) স্কুলের ফেসবুক পেইজে এই নোটিশটি আপলোড করা হয়।

ওই স্কুলের প্রধান শিক্ষক সিস্টার রিক্তা গমেজ আরএনডিএম-এর স্বাক্ষরিত নোটিশ এ লিখা আছে, সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের পিতা-মাতা/অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী ১৩/০৫/২০২৪ খ্রি. সোমবার, এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী এবং বিদ্যালয়ের সব শিক্ষার্থীদের নিয়ে আনন্দ করা হবে। কৃতকার্য শিক্ষার্থীদের ১ কেজি করে মিষ্টি নিয়ে সময় ১০.২০ মি. বিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এক কেজি মিষ্টি নিয়ে স্কুলে যাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই নোটিশটি ফেসবুকে দিয়ে স্কুল কর্তৃপক্ষ সম্পর্কে খারাপ মন্তব্য করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা গুরুত্ব দেয়নি স্কুল কর্তৃপক্ষ। সোমবার স্কুলের এসএসসি পাস করা শিক্ষার্থীদের আনা মিষ্টি নিয়ে স্কুলের সব শ্রেণির শিক্ষার্থীদের মিষ্টি করিয়েছেন তারা। এ সময় স্কুলে আনন্দ উৎসব করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, আমজাদ হোসেন নামে একজন ফেসবুকে লিখেছেন, আমার প্রশ্ন এ কেমন নোটিশ? আমি এক কেজি মিষ্টি নিয়ে স্কুলে যাব আর অভিভাবককে কেন তিনি নোটিশ করবেন? আমি অভিভাবক যদি মনে করি শিক্ষকদের মিষ্টি খাওয়ানো দরকার তাহলে আমি অভিভাবক নিজেই মিষ্টি মুখ করাব। সেটা মিষ্টির জন্য স্কুলে নোটিশ করবে কেন? তিনি অভিভাবককে মিষ্টি নিয়ে যাওয়ার জন্য নোটিশ করতে পারেন কি না? তাও নোটিশের মধ্যে অনুরোধ করেননি তিনি আদেশ করেছেন। যদি ৬৮ জন শিক্ষার্থী থাকে তাহলে ৬৮ কেজি মিষ্টি জমা হবে, এত মিষ্টি দিয়ে কী করবেন? এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিষয়টি নজরে আনার জন্য অনুরোধ করছে।

রবি উদ্দিন নামে একজন লিখেছেন, এই প্রথম দেখলাম স্কুলে মিষ্টি আনার নোটিশ। আরও কত কী দেখতে হবে?

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রিক্তা গমেজ আরএনডিএম বলেন, আমাদের স্কুল থেকে ৬৬ জন এসএসসি পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে ৬৩ জন পাস করেছে। এদের মধ্যে আটজন গোল্ডেন এ প্লাস। জিপিএ ফাইভ পেয়েছে ১৬ জন। আমরা প্রতিবছরই পাস করা শিক্ষার্থীদের নিয়ে পুরো স্কুলে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করি। পাস করা শিক্ষার্থীরা তাদের জুনিয়রদের মিষ্টিমুখ করিয়ে যান। এটা আমাদের স্কুলের ট্রেডিশন। গতকাল সবাই আনন্দ নিয়েই মিষ্টি এনেছে। কেউ তো এই বিষয়ে অভিযোগ করেনি। আমরা স্কুলের সবাইকে নিয়ে একটা আনন্দ উৎসব করেছি। মিষ্টি আনার জন্য কাউকে জোড় করা হয়নি।

শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন বলেন, এভাবে নোটিশ দিয়ে শিক্ষার্থীদের মিষ্টি নিয়ে আসার নিয়ম নেই। এই বিষয়টা স্কুল কর্তৃপক্ষ ফেসবুকে দেওয়ায় মানুষ সমালোচনা করছেন। স্কুলে শিক্ষার্থীরা পাস করলে এমনিতেই মিষ্টি নিয়ে যায়। এরকমভাবে ফেসবুকে নোটিশ দিয়ে মিষ্টি নিয়ে আসার নির্দেশনা দেওয়া স্কুল কর্তৃপক্ষের ঠিক হয়নি। আমাদের জেলা শিক্ষা কর্মকর্তাও বিষয়টি জানতে পেরে স্কুল কর্তৃপক্ষের কাছে বিষয়টির ব্যাখা চাওয়ার জন্য বলেছেন। আমি কিছুক্ষণ আগেও স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। স্কুল কর্তৃপক্ষ আমাকে আজই এই ঘটনার লিখিত ব্যাখ্যা দিবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কামিন্সের পরামর্শেই ওপেনিংয়ে নামেন হেড

তারেক রহমান সঠিক লোকের হাতেই প্রতীক তুলে দিয়েছেন : ড. এমএ কাইয়ুম

ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন পাঞ্জাবি গায়ক

মতবিনিময় সভায় বিশেষজ্ঞরা / বিমা আইন সংশোধনের আগে আইডিআরএর সংস্কার প্রয়োজন

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল বৃদ্ধাদের নিয়ে দোয়া মাহফিল

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

‘সুযোগ হাতছাড়া করায় ভীষণ হতাশ জয়-মুমিনুলরা’

বিএনপি ক্ষমতায় গেলে টেলিকমসহ সব নীতিমালা রিভিউ করবে : আমির খসরু

বিয়েতে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ

৮০০ বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে, বড় ভূমিকম্প হওয়ার শঙ্কা

১০

বাংলাদেশিদের আপ্যায়নে আবেগাপ্লুত সাদিও মানে

১১

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন রবিন

১২

প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠিত

১৩

নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে : জামায়াত আমির

১৪

দল থেকে সুখবর পেলেন বিএনপির ১০ নেতা

১৫

অ্যালকালাইন ওয়াটার আসলে কতটা উপকারী

১৬

শক্তিশালী পিঠ বানানোর আশা ছেড়েই দিয়েছিলাম : সামান্থা

১৭

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

১০০ দিনে ক্যাপিটালসে মোস্তাফিজকে ঘিরে অদ্ভুত নাটক

১৯

এ ভূমিকম্পের উৎপত্তিস্থলও নরসিংদী

২০
X