জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে চার শিশুর জন্ম দিয়েছেন খুশি আক্তার নামে এক গৃহবধূ।
বুধবার (১৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে নরমাল ডেলিভারিতে তিন ছেলে ও এক মেয়ে শিশুর জন্ম দেন তিনি।
খুশি আক্তার উপজেলার গুঠাইল বেপারীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলামের স্ত্রী। শফিকুল ঢাকায় রিকশা চালান।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুদ রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ছয় মাস সাত দিনে চার শিশুর জন্ম হয়েছে। অকালে জন্ম নেওয়া চার নবজাতকের তিনটির ফুসফুসের কার্যক্রম ঠিকভাবে পাওয়া যাচ্ছে না। তাদের নিয়ে শঙ্কা রয়েছে। অন্য শিশুটিকেও সুস্থ করতে চিকিৎসক ও নার্সরা মিলে সর্বোচ্চ চেষ্টা করেছি।
তিনি বলেন, পরে চার শিশুকে উন্নত চিকিৎসার জন্য সকাল ১১টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেছি। তারা এখন জামালপুর জেনারেল হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রে চিকিৎসাধীন।
খুশি আক্তার কালবেলাকে বলেন, ১৩ বছরের দাম্পত্য জীবনে তাদের আর কোনো সন্তান নেই। এর আগে এক মেয়ে মারা যাওয়ার পর এবার একসঙ্গে চার সন্তানের জন্ম হয়েছে।
মন্তব্য করুন