মো.নূর আলম ভূইয়া, ডেমরা (ঢাকা)
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

কিশোর গ্যাংবিরোধী র‌্যালিতে গ্যাং লিডার মিজান

কিশোর গ্যাং প্রতিরোধের র‌্যালির সামনের সারিতে গ্যাং লিডার মিজানুর রহমান। ছবি : কালবেলা
কিশোর গ্যাং প্রতিরোধের র‌্যালির সামনের সারিতে গ্যাং লিডার মিজানুর রহমান। ছবি : কালবেলা

রাজধানীর ডেমরায় কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশ ও এলাকাবাসীর সমন্বয়ে সচেতনতামূলক র‌্যালিতে সামনের সারিতে গ্যাং লিডার মিজানুর রহমান মিজানকে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি ভাইরাল হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে একাধিক এলাকাবাসীর অভিযোগ, এসব নেতা পুলিশের সঙ্গে সামনের সারিতে থাকলে কিশোর গ্যাংয়ের সদস্যরা উৎসাহ পাবে এবং আরও বেশি বেপরোয়া হয়ে পড়বে। সাধারণ মানুষের ধারণা এসব কিশোর গ্যাং পুলিশের ছত্রছায়ায় চলছে। একটা সময়ে এদের অপরাধ প্রবণতা কিছুতেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

জানা গেছে, গ্যাং লিডার কিশোরদের ব্যবহার করে ডিএসসিসির ৬৫ নং ওয়ার্ডে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। এ ছাড়া কয়েকদিন আগে মনিরুজ্জামান মনির মাস্টারের ওপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে। এ সময় তার অফিসে থাকা ৫০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন ডেমরা থানায়।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ মশিউর রহমান মোল্লা সজলের নাম ব্যবহার করে এলাকায় বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা বলেন, মিজান ক্ষমতার অপব্যবহার করে রাতারাতি টাকার কুমির বনে গেছে। তার বিরুদ্ধে এলাকার মানুষ ভয়ে মুখ খুলতে সাহস করে না। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।

এ বিষয়ে অভিযুক্ত কিশোর গ্যাং লিডার মিজানুর রহমান মিজান দৈনিক কালবেলাকে বলেন, আমার বিরুদ্ধে এমন অভিযোগ থাকতেই পারে কারণ আমি রাজনীতি করি। এখানে অনেক গ্রুপিং থাকে, অপর পক্ষের লোকজন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাবে এটা স্বাভাবিক বিষয়। তবে আমি কিশোর গ্যাংয়ের লিডার এ কথাটা একেবারেই ঠিক না।

ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম দৈনিক কালবেলাকে বলেন, আসলে নেতাদের সঙ্গে অনেক ধরনের লোকই তো র‌্যালির সামনে চলে আসে এ সময় আমরা তো কাউকে মানা করতে পারি না। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তিকে আমরা চিনি না। সামনের দিকে এসব বিষয়ে সজাগ থাকতে হবে।

উল্লেখ্য, বুধবার (১৪ মে) ডিএমপির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইকবাল হুসাইনের নির্দেশনা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডেমরা জোন ও ক্রাইম) মাসুদুর রহমান মনিরের নেতৃত্বে কোনাপাড়া পুলিশ ফাঁড়ির আয়োজনে কিশোর গ্যাং প্রতিরোধে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। ওই দিনের কার্যক্রমের বিভিন্ন ছবি ডেমরা থানা প্রশাসন এবং গ্যাং লিডার মিজানের ফেসবুক পেজে আপলোড করে। ছবিতে ঢাকা ওয়ারী জোনের পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে সামনের সারিতে ব্যানার হাতে পুলিশের কিশোর গ্যাং প্রতিরোধ র‌্যালিতে অংশগ্রহণ করতে দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবন বদলে দিতে পারে এমন ৫ অভ্যাস

সাতসকালে বোমা বিস্ফোরণ, প্রাণ গেল একজনের

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

রাজশাহীর ৬ আসনে হলফনামা / ‘ধার ও দানের’ টাকায় নির্বাচন করবেন ৮ প্রার্থী

মানসিক সক্ষমতা ধরে রাখার ৪ কার্যকর অভ্যাস

রাজধানীতে আজ কোথায় কী

আবারও বিশ্বসেরা আফগানিস্তানের জাফরান

আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১১

আকিজ গ্রুপে বড় নিয়োগ

১২

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

১৩

৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৪

মুরাদনগরে ঝাড়ু মিছিল

১৫

নওগাঁয় বিএনপি প্রার্থীকে শোকজ

১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হলের নাম পরিবর্তন

১৭

সাবেক ছাত্রদল নেতার ওপর দফায় দফায় হামলার অভিযোগ

১৮

জবির হল সংসদে ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেলের জয়

১৯

বিজয়ী হয়ে যা বললেন রিয়াজুল

২০
X