নোয়াখালীর বেগমগঞ্জে ২২ বছর পর স্ত্রী আয়েশা খাতুন হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত স্বামী সামছুদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১৭ মে) দুপুরে আদালতের নির্দেশে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সামছুদ্দিন জেলার সদর উপজেলার মাইজছড়া গ্রামের বাসিন্দা। এর আগে বৃহস্পতিবার (১৬ মে) রাতে বেগমগঞ্জের চৌরাস্তা পৌর বাস টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামি সামছুদ্দিন আয়েশা খাতুনকে শারীরিক নির্যাতন ও গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে এ ঘটনায় সুধারাম থানার এএসআই মো. মোখলেছুর রহমান বাদী হয়ে ১৩ জুন, ২০০২ সালে সুধারাম থানায় মামলা করেন। এ হত্যা মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে ৩০ জুলাই, ২০০৯ সালে আসামি সামছুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, হত্যাকাণ্ডের পর থেকে আসামি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি সামছুদ্দিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, আসামিকে বেগমগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মন্তব্য করুন