বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুক লাইভে পৌর মেয়রকে হত্যার হুমকি ১৫ মামলার আসামির

হুমকিদাতা সুন্দর আলী। ছবি : সংগৃহীত
হুমকিদাতা সুন্দর আলী। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে হত্যার হুমকি দিয়েছেন সুন্দর আলী (৪০) নামের এক যুবক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে অশ্লীল ভাষায় গালাগাল করে দুই দফায় পৌর মেয়রকে হত্যার হুমকি দেয় ওই যুবক।

এ ঘটনায় গত ১৯ মে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৮৬৮) করেছেন মেয়র সিপার উদ্দিন আহমদ। এ ছাড়া কয়েক মাস আগেও এভাবে মেয়রকে হত্যার হুমকি দেয় সুন্দর আলী।

জিডি সূত্রে জানা যায়, গত ১৪ মে সন্ধ্যা ৭টায় ও ১৫ মে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সড়ক পরিবহন শ্রমিক নেতা সুন্দর আলী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে মেয়র সিপার উদ্দিনকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় কুরুচিপূর্ণ গালাগাল করেন এবং হত্যার হুমকি দেন। পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে তার এই বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড জনমনে অনেক উদ্বেগ উৎকণ্ঠা বাড়াচ্ছে।

মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের মৃত ছিদ্দেক আলীর পুত্র সন্ত্রাসী সুন্দর আলীর বিরুদ্ধে কুলাউড়াসহ বিভিন্ন থানায় বর্তমানে ১৫টি নিয়মিত মামলা রয়েছে। এরমধ্যে সে গণধর্ষণসহ ২টি নারী ও শিশু নির্যাতন মামলায় পলাতক আসামি। সুন্দর আলীর বিরুদ্ধে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি রফিকুল ইসলাম রেনু ২০১৬ সালের ১৭ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সুন্দর আলী ও তার সহযোগীদের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। কিন্তু পরে তিনি আপস নিষ্পত্তির নামে মামলাটি প্রত্যাহার করে নিতে বাধ্য হন।

সংঘবদ্ধ ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের পর থেকে আত্মগোপন চলে যায় সুন্দর আলী।

মেয়রের অভিযোগ থেকে আরও জানা যায়, গত ১৪ মে সন্ধ্যা ৭টায় ও ১৫ মে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফেইসবুক লাইভে এসে সুন্দর আলী মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিনকে সরাসরি হত্যার হুমকি দেয়। সে নাকি মেয়রকে হত্যা করার রায় পেয়েছে। তার এমন বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডে সর্ব সাধারণ চরম আতঙ্কে রয়েছেন। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে অপরাধ কর্মকাণ্ডে বেপরোয়া হয়ে উঠেছে।

এ ব্যাপারে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন জানান, সন্ত্রাসী সুন্দর আলীর আক্রোশ ও সন্ত্রাসী মনোভাবে হত্যার হুমকি প্রদানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তিনি।

কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, সুন্দর আলীর বিরুদ্ধে কয়েকমাস আগে থানায় একটি সংঘবদ্ধ ধর্ষণের মামলা হয়। এরপর থেকে সে আত্মগোপনে রয়েছে। পুলিশ তাকে খুঁজছে।

তিনি বলেন, মেয়রকে প্রাণনাশের বিষয়ে থানায় জিডি এন্ট্রি করা হয়েছে। সুন্দর আলীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

রামপুরায় বাসে আগুন

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

১০

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

১১

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

১২

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

১৩

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

১৪

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

১৫

ইন্ডিয়ার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে ফেরত দেবে : দুলু

১৬

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

১৭

ঘুষ না দেওয়ায় প্রথম হয়েও চাকরিবঞ্চিত যুবকের মামলা, অতঃপর...

১৮

চা পানের এই ৭ ভুল ক্ষতি করছে আপনার পাকস্থলী ও লিভারের

১৯

খাদ্য নিরাপত্তা / কৃষি উৎপাদনে দেশি-বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ

২০
X