

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাউসার নামে এক ইউপি সদস্য ডিআইজির ভাতিজা পরিচয়ে সাংবাদিককে গুমের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দৈনিক মানবকণ্ঠের সংবাদিক রাশেদুল ইসলাম।
মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলার পূর্বাচলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক রাশেদুল ইসলাম রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সাংবাদিক রাশেদুল ইসলাম জানান, তিনি দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি, মাদক নিয়ে সংবাদ প্রকাশ করে আসছিলেন। এ সংবাদ প্রকাশ করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সময় তাকে হুমকি প্রদান করে আসছিল।
তিনি জানান, গত ২৮ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে এ সব বিষয় নিয়ে সংবাদ প্রকাশের জেরে ভোলাব ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কাউসার মিয়া ডিআইজি নাজমুলের ভাতিজা পরিচয়ে তাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। এ সময় তিনি গালাগাল করতে নিষেধ করলে কাউসার ক্ষিপ্ত হয়ে রাশেদুল ইসলাম ও তার পরিবারের লোকজনকে পুলিশ দিয়ে উঠিয়ে নিয়ে গুম করবে বলে হুমকি দিতে থাকে।
স্থানীয় বাসিন্দারা জানান, ইউপি সদস্য কাউসারের বাবা আব্দুর রশিদ ভোলাব ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
অভিযুক্ত ইউপি সদস্য কাউসার মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ডিআইজি নাজমুলের ভাতিজা পরিচয়ে রাশেদুল ইসলামের সঙ্গে কথা বলেছিলাম। তবে আমি তাকে কোনো হুমকি বা গুম করার কথা বলিনি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি সাবজেল বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন