সাতক্ষীরার আশাশুনিতে নির্বাচন-পরবর্তী সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ১৪ জন গ্রেপ্তার হয়েছে।
বুধবার (২২ মে) সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিকনির্দেশনায় আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমারের নেতৃত্বে এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে অংশ নেন এসআই মো. আ. রহিম, এসআই মো. আব্বাস আলী, এসআই পিয়াস কুমার সাহা, এসআই শ্যামা প্রসাদ রায়সহ সঙ্গীয় ফোর্স।
গ্রেপ্তারকৃতরা হলেন, নাছিমাবাদ গ্রামের আনারুল ফকিরের ছেলে আরাফাত হোসেন, খরিয়াটি গ্রামের মৃত সাকাউদ্দীন গাজীর ছেলে মো. সাত্তার গাজী (৪৮) ও মো. আক্তার গাজীর ছেলে আকবর গাজী (৩৩), পিরোজপুর গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে মো. আব্দুর রহমান (৫৫), মৃত ফজলে গাজীর ছেলে মো. জাহাঙ্গীর গাজী (৪৪), মো. আলমগীর গাজী (৩৮), মো. মনিরুল গাজী (২৫) ও মো. জাহাঙ্গীর গাজীর ছেলে মো. ইব্রাহিম গাজী (২০) এবং খুলনা জেলার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের আজগর গাজীর ছেলে মো. আবু হামজা (২৪), মো. মোজাফফর মোল্যার ছেলে মো. সোহেল মোল্যা (৩৪), মো. জাবের গাজীর ছেলে মো. আজগর গাজী (৫৫)। কয়রা উপজেলার নাকসা গ্রামের মৃত গফুর সরদারের ছেলে মো. আরিফুল ইসলাম (৩০), দূর্গাপুর গ্রামের মৃত রাজেন্দ্র নাথের ছেলে ভবেন মন্ডল (৬৫) ও মৃত আবুল হোসেনের ছেলে মো. আবুল কালাম আজাদ (৫৫)।
এ সংক্রান্ত থানায় নিয়মিত ১৫(৫)২৪, ১৬(৫)২৪, ১৭(৫)২৪ ও ১৮(৫)২৪ নং মামলা রুজু করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন