কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মসজিদের নাম নিয়ে দুপক্ষের দ্বন্দ্বে মসজিদের নেমপ্লেট ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২২ মে ) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের হুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এসব ঘটনার প্রেক্ষিতে ওই মসজিদ কমিটির সভাপতি মো. হারুনর রশীদ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা হুড়ারপাড় এলাকার ‘হুড়ারপাড় হাজী বাড়ী জামে মসজিদ’ পুরনো একটি মসজিদ। তবে মসজিদে পর্যাপ্ত লোক জায়গা হয় না বলে মসজিদটি প্রশস্ত করার লক্ষ্যে মসজিদ কমিটির সভাপতি মো. হারুনর রশীদ ও তার চাচাতো ভাই মিলে মসজিদের নামে ৯ শতক জায়গা দান করেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় পুরনো মসজিদের পাশেই মসজিদটি পুনঃনির্মাণ করা হয়। তবে মসজিদের নাম থেকে ‘হাজী বাড়ি’ বাদ দিতে একটি পক্ষ উঠেপড়ে লাগে। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল দশটার দিকে একই এলাকার মানিক মিয়া, মোবারক মিয়া, ফারুক মিয়া, এমরান হোসেন, মিন্টু মিয়া, সাদেক মিয়া, আল-আমীন, মো. ইমন ও মো. অপুসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে হাতে লাঠি ও ড্রিল মেশিন নিয়ে গিয়ে মসজিদের নেমপ্লেটে ভাঙচুর চালায়। তারা মসজিদের নামের ‘হাজী বাড়ি’ অংশটি ভেঙে ফেলে। এ সময় তাদেরকে বাধা দিলে তারা গালাগাল করে ও মারতে উদ্যত হয়। এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন মসজিদ কমিটির সভাপতি মো. হারুনর রশীদ।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, মসজিদের নেমপ্লেট ভাঙার ঘটনায় মসজিদ কমিটির সভাপতি মো. হারুনর রশীদ থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন