সুরঞ্জিত নাগ, ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৩:১১ পিএম
আপডেট : ২৭ মে ২০২৪, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ
ঘূর্ণিঝড় রিমাল

ফেনীতে বিদ্যুৎবিহীন সাড়ে ৪ লাখ মানুষ

ভোলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনে গাছপালা উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ছবি : কালবেলা
ভোলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনে গাছপালা উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় রিমাল উপকূলীয় এলাকা অতিক্রম করলেও এর প্রভাব এখনো রয়ে গেছে। উপকূলীয় জেলা ফেনীতে রোববার (২৬ মে) রাত থেকেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে।

সোমবার (২৭ মে) ভোর থেকে জেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনে গাছপালা উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। আজ সারা দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া কর্তৃপক্ষ।

জানা গেছে, রোববার রাতে জেলা সদরসহ উপজেলাগুলোতে বিদ্যুৎ ছিল আসা-যাওয়ার মাঝে। জেলা শহরে মধ্যরাত পর্যন্ত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক থাকলেও তারপর থেকে বেশিরভাগ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দমকা ও ঝোড়ো হাওয়ায় বিদ্যুতের লাইনে গাছপালা উপড়ে পড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, রাত থেকেই ঝোড়ো হাওয়ায় বিদ্যুতের সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল ৮টা থেকে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আবহাওয়া অনুকূলে আসলে সংযোগ সচল করতে কাজ শুরু হবে। বর্তমানে জেলায় পল্লী বিদ্যুতের চার লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী হোসাইন মাহমুদ শামীম ফরহাদ বলেন, ঝোড়ো হাওয়ার কারণে লাইন চালু করলেও টিকছে না। এ ছাড়া সার্কিট হাউস রোডসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার বিষয়ে বিবেচনা করে বন্ধ রাখা হয়েছে। সোমবার ভোর ৫টা থেকে ৩০ হাজারেরও অধিক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে তিনি নিশ্চিত করেন। বৃষ্টি বন্ধ হলে মাঠে সার্ভে লাইন মেরামতের কাজ শুরু হবে।

ছাগলনাইয়ার থানাপাড়ার বাসিন্দা পলাশ নাথ জানান, গতকাল রোববার রাত থেকেই বিদ্যুৎ নেই। বাসা-বাড়ি দিনের বেলায়ও ঘুটঘুটে অন্ধকারে পরিণত হয়েছে।

পরশুরামের ফোরকান উদ্দিন বলেন, বৃষ্টির সঙ্গে তীব্র বাতাসের কারণে কিছু গাছপালা উপড়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে।

সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের ইমরান বলেন, ঝোড়ো বৃষ্টির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে গেছে। উপকূল ও নদী তীরবর্তী জেলে পাড়া এলাকায় মধ্য রাত থেকে বাতাসের গতিবেগ বেড়েছে। এখন পর্যন্ত আমরা নিরাপদে আছি। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকলেও লোকালয়ে প্রবেশ করেনি।

ফেনী আবহাওয়া দপ্তরের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনো ১২ থেকে ১৪ কিলোমিটার বেগে বাতাস বইছে। আজও সারা দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানান এ কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রিমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতে চুলের যত্নে যা করবেন

ঋণের বোঝা মাথায় নিয়ে উৎপাদনে যাচ্ছে জিলবাংলা চিনি কল

প্রবাসীদের জন্য কঠোর সিদ্ধান্ত কুয়েতের, ডিসেম্বরে কার্যকর

‘সুগার ড্যাডি’ চক্র বন্ধ চেয়ে আইনি নোটিশ

আপনারা সবটুকু জেনে সত্যটাই প্রকাশ করবেন: তানজিন তিশা

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের

ধানের শীষ মানুষের আস্থার প্রতীক : জালাল উদ্দিন

শীতের সকাল বা সন্ধ্যায় গরম গরম সুপ সারাবে ঠান্ডা ও গলার ব্যথা

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

কুকুর কামড়ে কান ছিঁড়ে নিল শিশুর, মালিক গ্রেপ্তার

১০

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাস

১১

বৈশাখের বরুণ ফুটেছে অগ্রহায়ণে, বিলাচ্ছে মুগ্ধতা

১২

সাগরে আরেকটি লঘুচাপ, কমবে তাপমাত্রা

১৩

অন্যদের কাছে সম্মান পেতে যা করা জরুরি

১৪

ম্যানচেস্টার ইউনাইটেড শিখবে কবে?

১৫

মেট্রোরেল কার্ডের অনলাইন রিচার্জের উদ্বোধন 

১৬

পঞ্চগড়ে ২ হাজার বস্তা সার জব্দ

১৭

উয়েফার বিরুদ্ধে সুপার লিগের ‘হাজার কোটি টাকার’ মামলা শুরু

১৮

দিবা-রাত্রির টেস্টের আগে অজি শিবিরে সুখবর

১৯

কমনওয়েলথ দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

২০
X