মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধে ধস

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের মূল বেড়িবাঁধের প্রায় ৪০ মিটার ধসে গেছে। ছবি : কালবেলা
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের মূল বেড়িবাঁধের প্রায় ৪০ মিটার ধসে গেছে। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের মূল বেড়িবাঁধের প্রায় ৪০ মিটার ধসে গেছে।

সোমবার (২৭ মে) রাতে জলোচ্ছ্বাসে বাঁধটির মোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।

উপজেলার মোহনপুর এলাকার বাসিন্দা সেলিম মাহমুদ বলেন, আমরা মঙ্গলবার (২৮ মে) সকালে বাঁধ ধসে পড়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকার লোকজন নিয়ে সেখানে যাই। সেখানে পৌঁছে দেখি বেড়িবাঁধটির দক্ষিণ-উত্তর পাড়ের অন্তত ১০০ ফুট জায়গা মেঘনার দিকে ধসে পড়েছে। এ সময় বাঁধ ভেঙে যাচ্ছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে।

জানা গেছে, ১৯৮৮ সালে সেচ প্রকল্পের ৬৩ কিলোমিটার দীর্ঘ ওই মূল বেড়িবাঁধ নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে এ পর্যন্ত দুবার এটি ভেঙে যায়। লাখ লাখ টাকার ফসল ও ঘরবাড়ি বিনষ্ট হয়। সেচ প্রকল্পের মূল বেড়িবাঁধ ঘুরে দেখা গেছে, মোহনপুর এলাকায় ৪০ মিটারের বেশি এলাকা ধসে গেছে। সেখানে বিরাট গর্ত ও ফাটল দেখা দিয়েছে। বাঁধটির ধসে পড়া স্থান দেখতে সেখানে ভিড় করছেন স্থানীয়রা।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন বলেন, নির্মাণের পর থেকে এ পর্যন্ত দুবার বাঁধ ভেঙে যায়। লাখ লাখ টাকার ফসল ও ঘরবাড়ি বিনষ্ট হয়।

তিনি জানান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেরিবাদ সুরক্ষার জন্য সরকার বরাদ্দ দিয়েছেন তবে গতকাল ঘূর্ণিঝড় রিমালের জলোচ্ছ্বাসে বেড়িবাঁধের জায়গায় ক্ষতি হয়েছে তা মেরামতের আপাতত কোনো বরাদ্দ নেই। আমি মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করে দ্রুত মেরামতের চেষ্টা করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. ওয়াহিদুর রহমান ভূঁইয়া মোবাইল ফোনে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের লোক মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ পরিদর্শনে গিয়েছে। কোন জায়গায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তারা ফিরলে আমরা জানতে পারব। পরে আমরা বরাদ্দের জন্য প্রস্তাব আকারে পাঠাব। বরাদ্দ আসলে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো মেরামত করা হবে।

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের দায়িত্বে থাকা চাঁদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পালের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইপকাস্ট হতে চান না তৃপ্তি

আয়ারল্যান্ড সিরিজ মিস করবেন তারকা ক্রিকেটার!

ফাতিমাকে নিয়ে উদ্বিগ্ন বিজয়

পদ্মার চরে কৃষিতে নতুন সম্ভাবনা

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

ভেনেজুয়েলাকে কেন্দ্র করে নতুন অভিযানে যাচ্ছে যুক্তরাষ্ট্র

কড়া নিরাপত্তায় ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির 

গুমের মামলায় সশরীরে নয়, ভার্চুয়াল হাজিরা চান গ্রেপ্তার সেনা কর্মকর্তারা

পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ত্রিদেশীয় সিরিজে মাঠে নামছে বাংলাদেশ, টিকিটের মূল্য প্রকাশ

১০

‘শ্রমিক শোষণের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি’

১১

ইতিহাস গড়া তাইজুলকে নিয়ে যা বললেন সাকিব

১২

ট্রাম্পের হবু পুত্রবধূর সঙ্গে নাচলেন রণবীর

১৩

উপাচার্য-ভিপির মন গলাতে ঢাবি শিক্ষার্থীদের ব্যতিক্রমী মোনাজাত 

১৪

শেষ হলো রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট

১৫

‘আঁচলে ফল বা পাতা পড়লেই মিলবে সন্তান’

১৬

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

১৯

 বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠনের নেতার পদত্যাগ দাবি

২০
X