নড়াইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স ৫৫ বছর। বুধবার (২৯ মে) সকালে নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ। নিহতের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, বুধবার সকাল ৭টার দিকে নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়ি এলাকায় অজ্ঞাত ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তুলারামপুর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।
তুলারামপুর হাইওয়ে পুলিশের ওসি শওকত হোসেন বলেন, ধারণা করা হচ্ছে ভোর রাতের দিকে দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি।
মন্তব্য করুন