দুমকি প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৫:০৫ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ
ভোটে জিতে স্ত্রীকে তালাক

সেই আ.লীগ নেতার বিরুদ্ধে যৌতুকের মামলা!

নবনির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন মৃধা। ছবি : সংগৃহীত
নবনির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন মৃধা। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর দুমকিতে নির্বাচনে বিরোধিতা করায় ভোটে জিতে স্ত্রীকে তালাকের ঘটনায় নবনির্বাচিত ইউপি সদস্যের বিরুদ্ধে দেড় বছরের শিশুকন্যাকে উদ্ধারসহ যৌতুকের মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) মামলাটি আমলে নিয়ে আদালত আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেড় বছরের ওই শিশুকন্যাকে উদ্ধার করে তার মায়ের কাছে ফেরত দিতে দুমকি থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

গত ২০ জুলাই পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন স্পেশাল আদালতে মামলাটি দায়ের করেন শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মো. নাসির উদ্দিন মৃধার (৫৪) তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী ভুক্তভোগী নার্গিস বেগম (৪১)।

আরও পড়ুন : ভোটে জিতেই স্ত্রীকে তালাক দিলেন আ.লীগ নেতা

অভিযুক্ত ইউপি সদস্য নাসির উদ্দিন মৃধা দুমকী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক এবং শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার প্রথম স্ত্রী মোসা. নাসিমা বেগম একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। নাসির ও নাসিমা দম্পতির এক ছেলে, এক মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ৫ নম্বর শ্রীরামপুর ইউপি নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে দুমকি গ্রামের মৃত সফেজ উদ্দিন মৃধার ছেলে মো. নাসির উদ্দিন মৃধা বিজয়ী হন। ভোটে জিতে নির্বাচনের পরের দিন গত ১৮ জুলাই বিরোধিতার জেরে দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগমকে তার গর্ভজাত দেড় বছর বয়সের শিশুকন্যা নাফিজাকে রেখে তালাক দিয়ে ঘর থেকে বের করে দেন। এ ঘটনায় তালাকপ্রাপ্ত নার্গিস বেগম ওইদিনই নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং যৌতুক নিরোধ আইনে আলাদা দুটি মামলা করেন।

পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন স্পেশাল কোর্টের সিনিয়র সহকারী জজ আদালত আসামি নাসির উদ্দিন মৃধাসহ তার প্রথম পক্ষের স্ত্রী, ছেলে ও মেয়েকে সমন জারির নির্দেশ দেন এবং অপর মামলায় থানা পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে শিশুকন্যা নাফিজাকে উদ্ধার করে মা (বাদী) নার্গিস বেগমের কাছে ফেরত দিতে আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, প্রেমের ফাঁদে জড়িয়ে ইউপি সদস্য নাসির মৃধা দুবছর পূর্বে প্রথম পক্ষের স্বামীকে ডির্ভোস করিয়ে গোপনে নার্গিস বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে নাফিজা নামের দেড় বছরের কন্যাসন্তান আছে। বিয়ের পরে বিভিন্ন অজুহাতে ইউপি সদস্য নাসির উদ্দিন মৃধা তার কাছ থেকে নগদ ২ লাখ টাকা যৌতুক হিসেবে নিয়েছে। নির্বাচনে খরচের নামে এবং ধার-দেনার কারণে আরও টাকা দাবি করা নিয়ে তার ওপর নির্যাতন শুরু করে। ঘটনার দিন গত ১৮ জুলাই বসতঘরে আটকে রেখে বেধড়ক মারধর করে এবং সাদা ৪টি স্ট্যাম্পে টিপসই নিয়ে ঘর থেকে বের করে দেয়। ওই সময় শিশুকন্যা নাফিজাকেও জোর করে তার কোল থেকে ছিনিয়ে রেখে দেয়।

আরও পড়ুন : স্বামীর ১০ লাখ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে প্রবাসীর স্ত্রী উধাও

মামলার অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য নাসির উদ্দিন মৃধা বলেন, বেপরোয়া চলাচল ও অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর কারণে পারিবারিক সমঝোতার ভিত্তিতে তালাকে ইসলামি শরিয়া মোতাবেক নগদ লেনদেন পরিশোধ করে তালাক প্রদান করা হয়েছে। অবশ্য তার ঔরসজাত দেড় বছরের কন্যাসন্তান নাফিজাকে রেখে দেওয়ার সত্যতা স্বীকার করেছেন।

দুমকি থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান কালবেলাকে বলেন, মৌখিকভাবে বিষয়টি জেনেছি। তবে আদালতের আদেশ এখনো হাতে পাইনি। আদেশ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই উপজেলার ৫ নম্বর শ্রীরামপুর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নাসির উদ্দিন মৃধা (টিউবওয়েল) ও মো. হারুন অর রশীদ মোল্লা (ফুটবল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। পারিবারিক কলহের জেরে নাসির উদ্দিন মৃধার দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগমকে স্বামীর প্রতিদ্বন্দ্বি প্রার্থী হারুন মোল্লার পক্ষে ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে ফুটবলের জন্য ভোট চাইতে দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাবার নিয়ে বিপাকে রণবীর কাপুর

প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু

মারা গেলেন কিংবদন্তি জার্মান অভিনেতা

কনকনে শীতে কাঁপছে তেঁতুলিয়া

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ

এ ছবিটিই বলে দেবে আপনার মানসিক চরিত্র

দুধ দিয়ে গোসল করে দাম্পত্যের ইতি টানলেন প্রবীর

দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

রাকুলের সতর্কবার্তা

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

১০

হেলে পড়া ভবন পরিদর্শন শেষে যা জানাল বিসিসি

১১

মধ্যরাতে পাকিস্তানের বোমা হামলায় ৯ আফগান শিশুসহ নিহত ১০

১২

যেসব দেশে থাকার জন্য টাকা পাওয়া যাবে

১৩

নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ

১৪

মধ্যপ্রাচ্যে খাদ্য সহায়তায় নতুন কৌশলে যুক্তরাষ্ট্র

১৫

গায়েহলুদে ভয়াবহ দুর্ঘটনার কবলে বর-কনে

১৬

১৩ মাসে কোরআনের হাফেজ হলেন শিশু মাকসুদুর

১৭

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে

১৯

‘পরিমার্জিত’ শান্তি পরিকল্পনায় একমত যুক্তরাষ্ট্র-ইউক্রেন 

২০
X