সাতক্ষীরার শ্যামনগরে অসুস্থ ভাইকে দেখে ফেরার পথে মোটরভ্যানের ধাক্কায় তাহমিনা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) রাত ১১টার দিকে কালিকাপুর দাউদের বাড়ি সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
তাহমিনা বেগম গোবিন্দপুর (কাঁচিহারানিয়া) গ্রামে বরকত আলী সরদারের স্ত্রী।
আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় দিনে ১৭ জন নিহত
নিহতের পরিবারের বরাত দিয়ে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান জানান, অসুস্থ ভাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় পথিমধ্যে মোটরভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সিরুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন