ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৪, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

পরখ করে নয়, দেখেই লিচুর স্বাদ মেটাতে হচ্ছে ক্রেতাদের

পৌরশহরের পুরাতন বাজারে বিক্রির জন্য সাজানো লিচু। ছবি : কালবেলা
পৌরশহরের পুরাতন বাজারে বিক্রির জন্য সাজানো লিচু। ছবি : কালবেলা

দুই সপ্তাহ ধরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন বাগান থেকে লিচু পাড়া শুরু হয়েছে। ইতিমধ্যে বাজারে এসেছে লিচু। রসালো এই ফল কিনতে আগ্রহের কমতি নেই ক্রেতাদের। তবে গতবারের চেয়ে এবার দাম দ্বিগুণ। তাই দাম চড়া হওয়ায় রসালো এই ফল কিনতে এসে ক্রেতারা অসন্তোষ প্রকাশ করছেন। অনেকেই শুধু দাম শুনে লিচু না কিনে ফিরে যাচ্ছেন।

দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে চলমান তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে লিচুর ফলন কম হওয়ায়কে দায়ী করছেন ব্যবয়াসীরা। তা ছাড়া লিচু ফেটে যাওয়াসহ পোড়া ক্ষত দেখা যাচ্ছে। এতেও বড় প্রভাব পড়েছে লিচুর বাজারে।

উপজেলার পুরাতন বাজার, আজাদমোড়, গাইবান্ধা মোড়, ওসমানপুর ও রাণীগঞ্জ এলাকা ঘুরে দেখা গেছে, ফুটপাত ও বাজারগুলোতে লিচুর দোকানে বিক্রেতাদের হাঁকডাক। ৫০ ও ১০০টি লিচুর একেকটি আঁটি করা আছে। ১০০টি লিচু (প্রকার ভেদে) ২০০ টাকা থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে বেদানা লিচু বিক্রি হচ্ছে শতকরা ৩৫০ থেকে ৪০০ টাকা যা গতবছর ছিল ২৫০ টাকা থেকে ৩০০ টাকা, বোম্বাই ও মাদ্রাজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা যা গতবছর ছিল ২০০ থেকে ২৫০ টাকা। তবে এই জাতের লিচু গুণগতমানের দিক থেকে ভালো না, সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে চায়না-থ্রি ৬০০ থেকে ৮০০ টাকা যা গতবছর ছিল ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে। একটু বড় সাইজের চায়না-থ্রি লিচু শতকরা এক হাজার টাকাতেও বিক্রি হচ্ছে। তবে বাজারে সব ধরনের লিচু সরবরাহের পরিমাণে খুবই কম।

দামের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে পুরাতন বাজারের লিচু ব্যবসায়ী সুবহান মিয়া বলেন, বাগানগুলোতে এবার লিচু নেই। বাগানিরা যে স্বল্প পরিমাণ লিচু বাজারে নিয়ে আসছেন, প্রতিযোগিতার মুখে তা বেশি দামে কিনতে হচ্ছে। এ কারণেই বেশি দামে কিনে সামান্য লাভ রেখে বিক্রি করতে হচ্ছে। তিনি স্বীকার করেন, দাম বেশি হওয়ার কারণে অনেকেই লিচু না কিনে ফিরে যাচ্ছেন।

বাজারের আরেক ব্যবসায়ী শহিদ জানান, এবার বাগানে লিচু নেই। যে পরিমাণ লিচুর ফলন হয়েছে, তা সপ্তাহান্তেই শেষ হয়ে যাবে।

বাজারে লিচু কিনতে আসা লিটন মণ্ডল নামে এক ক্রেতা জানান, প্রতি বছর আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে লিচু পাঠাতে হয়। কিন্তু বাজারে গত বছরের তুলনায় দাম দ্বিগুণ। ঝুড়ি, প্যাকিং আর কুরিয়ার খরচ দিয়ে ১০০ চায়না-থ্রি লিচুর দাম পড়বে প্রায় এক হাজার টাকা। তার মানে একটি লিচুর দাম ১০ টাকা। এই দামে এবার লিচু পাঠানো সম্ভব নয়। শুধু বাহিরে পাঠানো কেন, এ দামে লিচু কিনে পরিবারের মুখেও দেওয়া অসম্ভব। তাই পরখ করে নয়, দেখেই লিচুর স্বাদ মেটাতে হচ্ছে।

কলেজ শিক্ষার্থী সাওন হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, গ্রামের বাড়িতে যাচ্ছি। ভেবেছিলাম ১০০ লিচু নেব। এত বেশি দামে একজন শিক্ষার্থী হয়ে লিচুর জন্য এত টাকা খরচ করা সম্ভব নয়। তাই লিচু ছাড়াই বাড়িতে যাচ্ছি।

তিনি আরও জানান, যে দামে লিচু বিক্রি হচ্ছে, তা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের পক্ষে কেনা সম্ভব নয়। এই দামে শুধু উচ্চবিত্ত ও সরকারি কর্মকর্তারাই লিচু কিনছেন। এ অবস্থায় লিচু কিনতে এসে হতাশ হয়ে ফিরছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিরে দেখা ৩১ জুলাই : ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশের বাধা 

রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেওয়ার শেষ দিন আজ

শিশুকে ধর্ষণচেষ্টা, অটোরিকশাচালকের কারাদণ্ড

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, আকর্ষণীয় বেতনের সঙ্গে সাপ্তাহিক ২ দিনের ছুটি

সাপুড়ের প্রাণ নেওয়া বিষধর সাপ চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে

৩১ জুলাই : টিভিতে আজকের খেলা 

অস্ট্রেলিয়া / এবার ১৬ বছরের কম বয়সীদের ইউটিউবে নিষেধাজ্ঞা

চাকরি দিচ্ছে সুলতান’স ডাইন, বেতন ছাড়াও থাকছে খাবার সুবিধা

এক দিনেই বিএনপির ২০ নেতা বহিষ্কার 

ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা

১০

শর্তসাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার

১১

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১২

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

৩১ জুলাই : আজকের নামাজের সময়সূচি

১৫

দেশের বাইরে থেকেও স্কুল শিক্ষিকা তুলছেন বেতন, নিচ্ছেন সুযোগ-সুবিধা

১৬

আতাই নদীর বাঁধ ভেঙে অভয়নগরের দুই শতাধিক পরিবার পানিবন্দি

১৭

সিদ্ধিরগঞ্জে ৪ মাসে ৯ খুন

১৮

বেনাপোল বন্দরে চাঁদা আদায়ের অভিযোগে ৫৪ আনসার বদলি

১৯

শেখ হাসিনা রাজনীতিকে বিষাক্ত প্রাণীদের হাতে তুলে দিয়েছিলেন : স্বপন

২০
X