ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে বসে ভাত খাওয়ায় এ কে এম রমজান আলী নামে এক প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৫ জুন) দুপুরে উপজেলার জিনদপুর ইউপির কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম।
তানভীর ফরহাদ শামীম জানান, কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ছিলেন বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য কলেজের অধ্যক্ষ একেএম রমজান আলী।
দুপুরে ওই কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী কাজি জহির উদ্দিন সিদ্দিক টিটু পরিদর্শনে যান। এ সময় এই চেয়ারম্যান প্রার্থীর সাথে ভোটকেন্দ্রের অফিস কক্ষে বসে প্রিসাইডিং অফিসার একেএম রমজান আলী ভাত খান। দুজনকে ভাত খাওয়া অবস্থায় কেন্দ্র পরিদর্শনে গিয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট দেখতে পান। একজন প্রিসাইডিং অফিসার কোনো প্রার্থীর সঙ্গে বসে ভাত খেতে পারেন না। তাই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। সেখানে নতুন প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্তব্য করুন