আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৪, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

প্রকৃতিতে নজর কাড়ছে ঘাসফুল ‘নীল হুড়হুড়ে’

প্রকৃতিতে অযত্নে ও অবহেলায় জন্মানো নীল হুড়হুড়ে ফুল। ছবি : কালবেলা
প্রকৃতিতে অযত্নে ও অবহেলায় জন্মানো নীল হুড়হুড়ে ফুল। ছবি : কালবেলা

গ্রামীণ প্রকৃতির শোভাবর্ধনে নানা ধরনের ঘাসফুলের ভূমিকা কোনো অংশে কম নয়। এমনই এক চোখ জুড়ানো দৃষ্টিনন্দন ঘাসফুল নীল হুড়হুড়ে। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রকৃতিতে পথচারীসহ স্থানীয়দের নজর কাড়ছে এ ফুল।

ফুলের মনমাতানো সৌন্দর্য উপভোগ করছেন নানা বয়েসী মানুষ। নীল হুড়হুড়ে ফুলের সৌন্দর্যে গ্রামীণ পরিবেশে এক নতুন মাত্রা যোগ হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মেঠোপথের দুপাশে, পতিত জমি ও বাড়ির আশপাশে অযত্নে ও অবহেলায় জন্মানো নীল হুড়হুড়ে গাছ মন ভোলানো সৌন্দর্যে সাজিয়েছে ফুলের পসরা। ছোট ছোট এসব ফুলের নয়নাভিরাম নৈসর্গিক সৌন্দর্যে বিমোহিত হচ্ছেন মানুষ। এসব ফুলের সৌন্দর্যে প্রকৃতিও যেন সেজেছে অপরূপ সাজে।

আসা যাওয়ার পথে পথচারীদের নজর কাড়ছে ঘাসফুলটি। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা ঘাসফুলগুলো দেখতে বেশ সুন্দর দেখায়। এসব ফুল দিয়ে শিশুরা ও স্কুলপড়ুয়া ছেলেমেয়েরা খেলায় মেতে ওঠে।

জানা গেছে, নীল হুড়হুড়ে গুল্মজাতীয় এবং শাখাপ্রশাখা বিশিষ্ট একধরনের সপুষ্পক উদ্ভিদ। ইংরেজি নাম : ফ্রেঞ্জেড স্পাইডার, পারপেল ক্লেওম। বৈজ্ঞানিক নাম ক্লিওম রুটিডোস্পার্মা। এটি প্রধানত ক্রান্তিয় আফ্রিকাজাত। এ প্রজাতিটিকে এশিয়া ও অস্ট্রেলিয়ার ক্রান্তিয় জলাভূমি ও পতিত জমিতে প্রচুর পরিমাণে দেখা যায়।

এটাকে মাকড়সা ফুলও বলা হয়ে থাকে। এ ফুল পারপেল ক্লেওম নামেও পরিচিত। নীল হুড়হুড়ে গাছ ১৫ থেকে ১০০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। গাছের শাখা-প্রশাখায় কৌণিকভাবে বিস্তৃত এবং এর পাতা ত্রিপত্রী। পাতাগুলো দেখতে কিছুটা হীরা আকৃতির হয়। নীল হুড়হুড়ে ফুল দেখতে অনেকটা ছোট আকারের। ফুলের পাপড়িগুলোর বিন্যাস সুসজ্জিত ও মনোহর।

স্থানীয় বাসিন্দা সামিউল হক কালবেলাকে বলেন, নীল হুড়হুড়ে ফুল ছাড়াও গ্রামীণ প্রকৃতিতে বিভিন্ন ঋতুতে আরও নানা ধরনের ঘাসফুল ফোটে, যা আমাদের চারপাশকে সুন্দর ও মনোহর করে তোলে। এতে গ্রামীণ পরিবেশ মনোরম হয়ে ওঠে। নীল হুড়হুড়ে ফুল সড়কের পাশে ও ঘরবাড়ির আশপাশে চোখে পড়ছে। এ ছোট ফুলগুলো আসা যাওয়ার পথে নজর কাড়ছে।

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রকৃতি মানেই সুন্দর, আর প্রকৃতির বিভিন্ন গাছ ও ঘাসে ফুটে থাকা নানা রকমের ফুল প্রকৃতিকে আরও প্রাণবন্ত করে তোলে। নীল হুড়হুড়ে ফুল ছোট হলেও দেখতে বেশ চমৎকার। এ ফুলের সৌন্দর্যে প্রকৃতি যেন আরও সুন্দর ও রঙিন হয়ে উঠেছে। নীল হুড়হুড়ে গাছ সাধারণত সড়কের পাশে, পতিত জমি ও বাড়ির আশপাশে জন্মাতে দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে দ্বিতীয় পর্বের ভোট চলছে

পরিত্যক্ত খামার থেকে রাশিদুলের মাথার খুলি ও হাড় উদ্ধার

ঘরের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

আগুনে পুড়ল ৬ ঘর

আ.লীগ নেতা এখন জামায়াত ইসলামীর ওয়ার্ড আমির

অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মার্টিন

ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর

বাংলাদেশের দেয়া চিঠির জবাব কবে দিচ্ছে আইসিসি, জানাল বিসিবি

বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বাংলাদেশ ইস্যুতে আজ ভারত-আইসিসির বৈঠক, আলোচনা হবে যেসব বিষয়

১০

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

কেমন থাকবে আজকের ঢাকার তাপমাত্রা

১৩

ভেনেজুয়েলার মতো কৌশল কি ইরানের ক্ষেত্রেও খাটাবে যুক্তরাষ্ট্র?

১৪

আমি নেতা হতে চাই না, আপনাদের সেবক হতে চাই : সেলিমুজ্জামান

১৫

১১ জানুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

জনগণকে সরকারের পক্ষে নামার আহ্বান ইরানি কর্তৃপক্ষের

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলে যোগ দিলেন গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী

১৮

জনগণের সঙ্গে ‘গভীর বিশ্বাসঘাতকতা’ করছে ইরান : ওয়াশিংটন

১৯

সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ 

২০
X