ঢাকার নবাবগঞ্জে রাতের আঁধারে ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটে বিক্রির অপরাধে হাবিবুর রহমান (১৯) ও ইসতিয়াক (১৯) নামে দুই যুবককে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ জুন) গভীর রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান শিকারিপাড়া গ্রামের জিয়া উদ্দিনের ছেলে ও ইসতিয়াক একই গ্রামের শামসুলের ছেলে বলে জানা যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বুধবার রাত ১০টা থেকে উপজেলার শিকারিপাড়া ইউনিয়নের সোনাতলা-শেখরনগর এলাকায় রাতের আঁধারে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি করছিলেন ওই এলাকার ইউসূফ, আজাদ ও বিল্লাল। খবর পেয়ে রাত ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দুটি মাহেন্দ্র গাড়িসহ হাবিবুর রহমান ও ইসতিয়াক নামে দুজন মাটিকারবারীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রির অপরাধে আটক দুজনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নবাবগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম বলেন, নবাবগঞ্জ উপজেলায় কৃষি জমির টপ সয়েল রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন