একদিন বাদেই কোরবানির ঈদ। বিভিন্ন মসলার সঙ্গে রসুনের দাম বেড়েছে দিনাজপুরের খানসামা উপজেলার বাজারগুলোতে। আমদানি কম হওয়ায় রসুনের দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। হঠাৎ দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা।
শনিবার (১৫ জুন) বিকেলে উপজেলার খানসামা বাজার, পাকেরহাট, কাচিনিয়া খুচরা বাজারে রসুন ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
রসুন কিনতে আসা নূর আমিন কালবেলাকে বলেন, ঈদের আগেই এত দাম বেড়ে গেল রসুনের। কোরবানি মাংস রান্না করতে রসুন লাগে। আমাদের মতো গরিব মানুষের পক্ষে রসুন খাওয়ার উপায় নাই। বাজারে সবকিছুর দাম বেশি। আমরা গরিব মানুষ কীভাবে এত দামে কিনে খাব।
বাজার করতে আসা আবুল কালাম নামে আরেক ব্যক্তি কালবেলাকে বলেন, কোরবানির ঈদ আসছে। তাই সবার মসলা প্রয়োজন হয়। কিন্তু এই মসলার দাম কমার পরিবর্তে বাড়ছেই শুধু। আজ বাজারে দেখছি রসুনের দাম বেড়ে গেছে। আমরা সাধারণ মানুষ, নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে থাকলে অনেক ভালো হয়।
খানসামা বাজারের খুচরা বিক্রেতা শাহিনুর ইসলাম কালবেলাকে বলেন, কয়েকদিন আগেও ১৬০-১৭০ টাকা কেজি দরে রসুন বিক্রি করেছি। আজ পাইকারি কিনতে হয়েছে ১৮০ টাকা দরে। কেনা বেশি পড়ছে তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।
উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা হাবিবা আক্তার কালবেলাকে বলেন, এই উপজেলায় ১ হাজার ৬২০ হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। এবার প্রচণ্ড খরা, তাপপ্রবাহ ও অনাবৃষ্টির কারণে রসুনের উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছিল পরবর্তীতে আবহাওয়া ভালো হওয়ায় ফলন ভালো হয়েছে।
মন্তব্য করুন