বরিশালের গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনে নারিকেল গাছ মার্কার মেয়র প্রার্থীর সমর্থক লালচান ভূইয়া ও জামাল বেপারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী মোবাইল ফোন মার্কার প্রার্থী এইচ এম জয়নাল আবেদীনের সমর্থকদের বিরুদ্ধে।
শুক্রবার (২১ জুন) সকালে এই হামলার ঘটনা ঘটে। এদিকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেয়র প্রার্থী আলাউদ্দিন ভূইয়া অভিযোগ করে বলেন, সকালে টরকী বন্দরে আমার সমর্থক লালচান ভূইয়া নারিকেল গাছ মার্কার প্রচার চালাচ্ছিলেন। এরই মধ্যে মোবাইল ফোন মার্কার প্রার্থী এইচ এম জয়নাল আবেদীনের সমর্থক রায়হান ও কাওছার ফকিরের নেতৃত্বে তাকে পিটিয়ে আহত করে। অপরদিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় নারিকেল গাছ মার্কার প্রচার করায় ৪নং ওয়ার্ড কাউন্সিলর লিটন বেপারীর ভাই জামাল বেপারীকে পিটিয়ে আহত করে।
মোবাইল ফোন মার্কার সমর্থক আতিক মিয়ার নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে হামলার সঙ্গে কোনো কর্মী সমর্থক জড়িত নয় বলে জানিয়েছেন মোবাইল ফোন মার্কার মেয়র প্রার্থী এইচএম জয়নাল।
গৌরনদী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন