মো. আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০১:২৪ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

অরক্ষিত ক্রসিংয়ে শোনা যাচ্ছে ‘ট্রেন আসছে থামুন, ট্রেন আসছে থামুন’

ট্রেন আসতেই অরক্ষিত রেলক্রসিংয়ে বেজে উঠছে অটো সিগনাল। ছবি : কালবেলা
ট্রেন আসতেই অরক্ষিত রেলক্রসিংয়ে বেজে উঠছে অটো সিগনাল। ছবি : কালবেলা

সারা দেশে কোথাও না কোথাও অরক্ষিত লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে থাকে। এসব দুর্ঘটনা এড়াতেই নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন টাঙ্গাইলের হামিদুর রহমান। অরক্ষিত রেললাইনের ক্রসিংয়ে রেলমন্ত্রীর অনুমতিক্রমে কালিহাতীর হাতিয়া এলাকায় একটি অটো সিগনাল চালু করা হয়েছে। যেখানে বেজে উঠছে, ‘ট্রেন আসছে থামুন, ট্রেন আসছে থামুন।’

জানা যায়, বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণের পর ২০০৩ সালে সেতুর পূর্ব থেকে জয়দেবপুর পর্যন্ত ৯৮ কিলোমিটার এলাকায় রেললাইন স্থাপন করা হয়। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ৫৩ কিলোমিটার এলাকায় প্রায় ২২টি স্থানে অরক্ষিত লেভেল ক্রসিং। আবার কোথাও কোথাও হেঁটে চলাচলে রেললাইনে ছোট ছোট রাস্তাও বানিয়েছে স্থানীয়রা।

এদিকে স্থানীয়রা বলছেন, এসব অরক্ষিত রেললাইন দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয়। তাই দ্রুত এসব স্থানে অটো সিগনাল ও গেটম্যানসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

অরক্ষিত লেভেল ক্রসিংয় থেকে ট্রেন আসার আগেই এমন বার্তা দেন, ‘ট্রেন আসছে থামুন,ট্রেন আসছে থামুন’। লেভেল ক্রসিংয়ে স্থাপন করা বিশেষ প্রযুক্তি যার উদ্ভাবক টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হামিদুর রহমান। পেশায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনার পরিদর্শক। প্রযুক্তিতে প্রাতিষ্ঠানিক তেমন কোনো সনদ না থাকলেও করেছেন স্বল্পমেয়াদি দুটি কোর্স। সেই জ্ঞান কাজে লাগিয়ে শুরু করেন ক্রসিংয়ে আধুনিক সিগনাল ব্যবস্থার তৈরির কাজ।

স্থানীয় কামরুল, মান্নান, জেলানীসহ বেশকিছু স্থানীয়রা বলেন, অরক্ষিত ক্রসিং দিয়ে আগে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটত। এখন এই প্রযুক্তি লাগানোর পর কোনো দুর্ঘটনা ঘটেনি। এ ছাড়াও এই অরক্ষিত ক্রসিংয় দিয়ে প্রায় ২০টি গ্রামের লক্ষাধিক মানুষ চলাচল করে থাকে। গ্রামগুলো হল আনালিয়াবাড়ী, বাওয়াল, বিলছায়া, হাতিয়া শল্লা, নরদই, দলডেংগর, জোকারচর, গহেলাবাড়ি দশাইকা, মগড়া, হামজানী, পটল, এলেঙ্গা, বাবলা, রাজাবাড়ি, ইছাপুর ও পাথালকান্দি।

তারা আরও বলেন, এই প্রযুক্তি দুই কিলোমিটার দূরে ট্রেন আসার আগেই বেজে উঠে ট্রেন আসছে। এতে তাৎক্ষণিক যেকোনো ধরনের যানবাহনের চালক ও পথচারী সতর্ক হন। তবে আমাদের দাবি সরকার প্রতিটি অরক্ষিত লাইনে এই প্রযুক্তি লাগানো।

এ বিষয়ে হামিদুর রহমান বলেন, রেলমন্ত্রীর অনুমতি সাপেক্ষ ২০২৩সালে কালিহাতী উপজেলার হাতিয়া অরক্ষিত রেললাইনে এই প্রযুক্তি স্থাপন করি। প্রায় এক বছর হলো। এটি এখনো ট্রেন আসার আগেই বোর্ডে বেজে উঠছে ট্রেন আসার সিগন্যাল। যেখানে গেটম্যান নাই সেইখানে এই প্রযুক্তিটি জনসচেতনতামূলক ট্রেন আসার আগেই বলবে ট্রেন আসছে থামুন। এতে দুর্ঘটনা কমে যাবে।

তিনি বলেন, এটি স্থাপনের পর এখানে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। সরকারি সহায়তা পেলে এই প্রযুক্তিটা আরও মান উন্নয়ন করে প্রতিটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে দিতে পারব।

এ বিষয়ে টাঙ্গাইলে ঘারিন্দা সহকারী রেলস্টেশন মাস্টার রকিবুল হাসান বলেন, আমাদের রেললাইনে যেসব জায়গাতেই গেটম্যান নাই, সেসব জায়গাতে জনগণকে আরও সতর্কভাবে চলাচল করতে হবে। এ ছাড়াও হামিদুর রহমান যে প্রযুক্তি স্থাপন করেছে নিঃসন্দেহে একটি ভালো প্রযুক্তি। সাধারণ মানুষকে ট্রেন আসার আগেই সচেতন করছে ট্রেন আসছে থামুন। এটি শুনে যে সমস্ত যানবাহন চালক ও যাত্রীরা তাৎক্ষণিক সতর্ক হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তানকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া কি জায়েজ

৩১ দফার আলোকে হবে রাষ্ট্র গঠন : অমিত

খালেদা জিয়াকে দেখতে ফিরোজায় যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই আইনজীবীর সনদ স্থগিত

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা হবে যেসব ইস্যুতে

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সিইউজে’র শোক

রাজধানীর পান্থপথে দেয়াল ধসে নিহত ১

১০

কালকিনিতে আনিসুর রহমান খোকন / মায়েদের পাশে থাকবে বিএনপি

১১

দিনে কত কাপ চা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

১২

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কেমন হবে, জানা গেল

১৩

শান্ত-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন গাজী আশরাফ

১৪

বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১৫

‘এখন কাউকে ধরতে যৌক্তিক কারণ লাগে না, তবে সত্যের জয় হবে’

১৬

হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

১৭

‘পৃথক সচিবালয় ছাড়া বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জন সম্ভব নয়’

১৮

রাতের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৯

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৩৮০০০ টাকা

২০
X