খুলনার ডুমুরিয়া উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার শরাফপুর ইউনিয়নে বৃত্তিভুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এরা হলেন রুবেল শেখের মেয়ে কুলসুম খাতুন (৭) এবং ইকবাল শেখের ছেলে মোজাম্মেল হোসেন (৫)।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ কনি শেখ দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ডুমুরিয়া থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার দুপুরেও বাড়ির উঠানে খেলা করছিল এই দুই শিশু। খেলা করতে করতে পরিবারের সবার অগচরে পুকুরের পানিতে পড়ে যায়। কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় মৃতদেহ দেখতে পায় বাড়ির লোকজন। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মন্তব্য করুন