কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েল ৪ দিনের রিমান্ডে

আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েল। ছবি : সংগৃহীত
আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েল। ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং নৌবাহিনী থেকে চাকরিচ্যুত চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ আদেশ দেন।

জানা গেছে, পল্টন থানার মামলায় গ্রেপ্তার আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েলকে আজ আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। এই দুজনের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। পরে শুনানি শেষে আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, গত মঙ্গলবার (২০ আগস্ট) মধ্যরাতে আহমদ হোসেনকে রামপুরা এবং মোহাম্মদ সোহায়েলকে ঢাকার বনানী থেকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার (১৯ আগস্ট) রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ আসন থেকে নির্বাচিত হন। অপরদিকে, মোহাম্মদ সোহায়েল ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি কমোডর থেকে রিয়ার অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পান। গত বছরের ১২ এপ্রিল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন।

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ আগস্ট বন্দর চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে মোহাম্মদ সোহায়েলকে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিনের কমান্ডার হিসেবে বদলি করা হয়। ১২ দিনের মাথায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। মোহাম্মদ সোহায়েল ২০১০ সাল থেকে পরবর্তী দুই বছর র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের ডিরেক্টর ছিলেন। এ সময় তার বিরুদ্ধে জোরপূর্বক গুম, হত্যাসহ বিভিন্ন অভিযোগে জড়িত থাকার অভিযোগ ওঠে।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা। তাদের কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলকিপারের দুঃস্বপ্নের অভিষেকে ঘরের মাঠে সিটির হার

জাম্বুরা ফল কারা খেতে পারবেন না, জানালেন চিকিৎসক

যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন : সালাহউদ্দিন

সন্তানকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া কি জায়েজ

৩১ দফার আলোকে হবে রাষ্ট্র গঠন : অমিত

খালেদা জিয়াকে দেখতে ফিরোজায় যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই আইনজীবীর সনদ স্থগিত

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা হবে যেসব ইস্যুতে

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

১০

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

১১

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সিইউজে’র শোক

১২

রাজধানীর পান্থপথে দেয়াল ধসে নিহত ১

১৩

কালকিনিতে আনিসুর রহমান খোকন / মায়েদের পাশে থাকবে বিএনপি

১৪

দিনে কত কাপ চা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

১৫

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কেমন হবে, জানা গেল

১৬

শান্ত-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন গাজী আশরাফ

১৭

বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১৮

‘এখন কাউকে ধরতে যৌক্তিক কারণ লাগে না, তবে সত্যের জয় হবে’

১৯

হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

২০
X