বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) সিনিয়র সহসভাপতি ও সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে দুর্নীতির মামলার অনুসন্ধান ২০ জুলাইয়ের মধ্যে শেষ করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) শেষবাবের মতো সময় দিলেন হাইকোর্ট।
বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত খানের দ্বৈত বেঞ্চ আজ বুধবার এ সময় দেন।
এর আগে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদালতের কাছে সময় আবেদন করেন। তিনি জানান, অনুসন্ধান প্রায় শেষ পর্যায়ে আছে।
মামলার নথি থেকে জানা যায়, সালাম মুর্শেদীর গুলশানের বাড়িটি পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত। ওই বাড়ি সালাম মুর্শেদী দখল করে বাস করছেন। বিষয়টি নিয়ে গণপূর্ত মন্ত্রণালয় রাজউকের কাছে জানতে চাইলেও উত্তরে মেলেনি।
দুদক জানিয়েছে, মামলাটিতে ১৯৬০ সাল থেকে নথি পর্যালোচনা করতে আরেকটু সময় প্রয়োজন।
মন্তব্য করুন