কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৮ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক যুগ্ম কমিশনার শহিদুল্লাহ রিমান্ডে

আদালতে সাবেক যুগ্ম কমিশনার মো. শহিদুল্লাহ। ছবি : সংগৃহীত
আদালতে সাবেক যুগ্ম কমিশনার মো. শহিদুল্লাহ। ছবি : সংগৃহীত

বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার মো. শহিদুল্লাহের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৯ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে এদিন সন্ধ্যা ৬টার দিকে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আব্দুল্লাহেল বাকী।

এসময় রিমান্ডের জোর দাবি জানান ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। শুনানিতে তিনি বলেন, ‘বিএনপির মহাসমাবেশ বানচালে তিনি কাজ করেছেন। অন্য আসামিদের সঙ্গে পরিকল্পিতভাবে তিনি সমাবেশ পণ্ড করতে সহযোগিতা করেন। তিনি ফ্যাসিস্ট হাসিনার পছন্দ করা লোক। এই হত্যায় তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন।’ এসময় আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

শুনানিতে আসামি শহিদুল্লাহ আদালতে কথা বলতে চান। পরে আদালতের অনুমতি নিয়ে তিনি বলেন, বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে অনেক ঝামেলা হয়েছে, এটা সঠিক। আমি ওইদিন গুলশান এলাকায় দায়িত্বে ছিলাম। এক অঞ্চলের ডিসি আরেক এলাকায় যান না। রমনায় বিশৃঙ্খলা হয়েছে। সেখানে আমি ছিলাম না। তদন্তে সঠিক রহস্য উদঘাটন হবে। এটার মাধ্যমেই মামলাটি নিষ্পত্তি হোক। শুনানি শেষে আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার ভোররাতে রাজধানী রমনা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বিভাগে ঘন কুয়াশার আভাস 

অচেনা নম্বর থেকে আসা মেসেজে বানান ভুল? সতর্ক থাকুন

গুপ্তচরবৃত্তির অভিযোগে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

জেলা নির্বাচন কার্যালয়ে আগুন, নথিপত্র ক্ষতিগ্রস্ত

চূড়ান্ত হলো ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের সময়সূচি

মিন্টুকে কাছে পেয়ে উচ্ছ্বাসে নেতাকর্মীরা, মতবিরোধ ভুলে ঐক্যবদ্ধ সোনাগাজী বিএনপি

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

কবি নজরুলের কবরের পাশে হাদিকে দাফনের সিদ্ধান্ত

মাদুরোর আত্মীয় ও সহযোগীদের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

সতর্ক হোন, নীরবে শরীরে ৭ ক্ষতি করছে ইউরিক অ্যাসিড

১০

আ.লীগ ব্যক্তিগত ও দলীয় স্বার্থে হাদিকে হত্যা করেছে : সালাউদ্দিন বাবু

১১

বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রতিপক্ষের শক্তিশালী দল ঘোষণা

১২

আসছে ‘ধুরন্ধর ২’, জানা গেল মুক্তির তারিখ

১৩

হাদির জানাজা  / মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল

১৪

বদলে গেছে ভিকির জীবন

১৫

যশোরে নিখোঁজ পুলিশ সদস্য, ২২ দিন পর মরদেহ মিলল পঞ্চগড়ে

১৬

ময়মনসিংহের সেই ঘটনায় গ্রেপ্তার ৭

১৭

সন্ত্রাসী হামলায় নিহত ৬ শান্তিরক্ষীর মরদেহ ঢাকায়

১৮

একটি কুচক্রী মহল নির্বাচন বানচাল করার পাঁয়তারা করছে : কালাম

১৯

সাইবার হামলায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বছর ২০২৫

২০
X