চট্টগ্রামের আদালত চত্বর এলাকায় প্রিজনভ্যানে তোলার সময় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি ইকবাল হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে একই সঙ্গে পালানো মাদক মামলার আরেক আসামির এখনো খোঁজ মেলেনি।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল।
তিনি বলেন, ‘আদালত চত্বর থেকে পালানো হত্যা মামলার আসামি ইমনকে মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত আড়াইটার দিকে আমরা গ্রেপ্তার করেছি। চট্টগ্রাম নগরের খুলশী থানার তুলাতুলী রেললাইন সংলগ্ন কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পলাতক অন্য আসামিকেও আমরা খুব শিগগিরই গ্রেপ্তার করতে পারব।’
এর আগে, মঙ্গলবার দুপুরের পরে চট্টগ্রামের আদালত চত্বর এলাকায় পুলিশের হেফাজত থেকে হত্যা ও মাদক মামলার দুই আসামি পালিয়ে যায়। ওই দুই আসামি হলেন—মো. ইকবাল হোসেন ইমন ও আনোয়ার হোসেন।
এদের মধ্যে ইমন জেলার লোহাগাড়া থানার উত্তর কলাউজান এলাকার মো. ইউনুসের ছেলে এবং আনোয়ার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজী মালেক ড্রাইভারের বাড়ির কামাল উদ্দিনের ছেলে।
আদালত সূত্র জানিয়েছে, পালিয়ে যাওয়া এ দুই আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে দুপুরের দিকে আদালতে হাজিরার জন্য তোলা হয়। হাজিরা শেষে তাদের প্রিজনভ্যানে তোলার সময় পালিয়ে যায়। তবে তাদের কোন আদালতে তোলা হয়েছিল তা জানা যায়নি।
মন্তব্য করুন