কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ১২:২৭ পিএম
আপডেট : ০৪ মে ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‘তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া’

সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। ছবি : সংগৃহীত
সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া বলে জানিয়েছে সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস।

রোববার (০৪ মে) সকালে এ সংক্রান্ত নথি আপিল বিভাগে দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ হায়দার।

জানা যায়, তুরিন আফরোজ ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেননি বলে লিখিতভাবে মাধ্যমে জানিয়েছে সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস। তুরিন আফরোজের নামে পিএইচডি ডিগ্রির কোনো রেকর্ড নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। এমনকি এই নামে কোনো শিক্ষার্থী তাদের ইউনিভার্সিটি থেকে পিএইচডিও করেননি।

এর আগে বাড়ি সংক্রান্ত একটি মামলার শুনানিকালে আপিল বিভাগে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকা অবস্থায় ক্ষমতার সব রকম অপব্যবহার করেছেন। তখন সে ছিল পরাক্রমশালী। এক মুহূর্তের মধ্যে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। উত্তরার বাড়িতে সেই মায়ের থাকার নির্দেশনা প্রার্থনা করছি।

গত ২০ ফেব্রুয়ারি হাইকোর্ট এক রায়ে রাজধানীর উত্তরার পাঁচতলা বাড়িতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম ও ভাই শিশির আহমেদ শাহনেওয়াজ আহমেদের বসবাস নিয়ে বিচারিক আদালতের দেওয়া স্থিতাবস্থার আদেশ বাতিল করেন। বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন। আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, এর ফলে ওই বাড়িতে শামসুন্নাহার বেগম ও শাহনেওয়াজের বসবাসে আর কোনো আইনগত বাধা রইল না।

উল্লেখ্য, সোমবার (০৬ এপ্রিল) রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলাম বলেন, গত ২৭ মার্চ উত্তরাতে একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। তিনি এজহারভুক্ত আসামি। তার গতিবিধি নজরদারিতে রেখেছিলাম। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নীলফামারীতে আরও মামলা আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকবির জন্মদিন উপলক্ষে জিন্নাহর গান

সাংবাদিকদের প্রশ্ন করা যাবে না, আমি এটা চাই না : তথ্য উপদেষ্টা

দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিও এবং তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

তারা মুলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছেন : রিজভী

ইউএনও’র অপসারণ দাবিতে বিক্ষোভ, বিএনপি সমর্থকদের হামলা

পাকিস্তানিরা গরিব, ইসলাম জানে না : আসাদউদ্দিন ওয়াইসি

এবি ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

বকেয়া বেতনের দাবিতে সিলেটে ফুঁসে উঠেছে চা শ্রমিকরা

ভারতের হামলা আসন্ন, পরমাণু হামলায় প্রস্তুত পাকিস্তান

ডিএমপির প্রসিকিউশন বিভাগের দুর্নীতি তদন্তে আদালতের নির্দেশ

১০

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই

১১

ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা

১২

‘প্রশ্ন করার জন্য সাংবাদিকদের চাকরি যায়, এই বিচার কার কাছে দেব’

১৩

বিএনপি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে সবচেয়ে বেশি কাজ করেছে, করবে : ফখরুল

১৪

টি-টোয়েন্টিতে টাইগারদের নতুন অধিনায়ক লিটন

১৫

মে মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ

১৬

‘রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান পাওয়া যায়নি’

১৭

চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা, চক্রের ২ সদস্য গ্রেপ্তার 

১৮

কমেছে সোনার দাম, কার্যকর আজ

১৯

ইতালিতে নারী শক্তি সংগঠনের বৈশাখী মেলা উদযাপন

২০
X