

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কমিশনার মাসুমা খাতুনকে অপহরণের পর নির্যাতনের ঘটনায় করা মামলায় প্রধান আসামি চালক মাসুদ ও তার সহযোগী আব্দুল জলিলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া অপর আসামি হাফিজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
এর আগে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য মাসুদ ও জলিলকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ উপপরিদর্শক মো. সহিদুল ওসমান মাসুম। একইসঙ্গে আসামি হাফিজকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়। এর আগে গত ২৪ আগস্ট আদালত গ্রেপ্তার তিনজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আসামিরা হলেন- অটোরিকশার চালক সাইফুল ইসলাম, শিক্ষার্থী ইয়াসিন আরাফাত রাজু ও আবু বক্কর সিদ্দিক সাব্বির।
নির্যাতনের ঘটনায় রমনা মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে অপহরণ মামলা হয়। মামলার প্রধান আসামি করা হয়েছে মো. মাসুদ নামের এক ব্যক্তিকে, যিনি জুলাই মাসে ওই নারীর ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন। চলতি মাসের ১ তারিখে তাকে চাকরিচ্যুত করা হয়।
মন্তব্য করুন