কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৪ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
রিহ্যাব নির্বাচন ঠেকানোর আবেদনে

দ্বিতীয় দফায়ও সাড়া দেননি হাইকোর্ট

পুরোনো ছবি
পুরোনো ছবি

দেশের আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অব অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) নির্বাচন ঠেকানোর আবেদনে দ্বিতীয় দফায়ও হস্তক্ষেপ করেননি হাইকোর্ট। নির্বাচন স্থগিত চেয়ে করা আবেদনটি নিষ্পত্তি করে আজ সোমবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি এস এম মনিরুজ্জামান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ৩১ আগস্ট হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি ড. মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ- এই রিট আবেদনের ওপর কোনো আদেশ না দিয়ে তা কার্যতালিকা থেকে বাদ দেন।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা কালবেলাকে বলেন, হাইকোর্ট রিট আবেদনটি নিষ্পত্তি করে আদেশ দিয়েছেন। আবেদনকারীপক্ষ নির্বাচন স্থগিত চেয়েছিলেন। কিন্তু আদালত এ নির্বাচন স্থগিতে কোনো আদেশ দেননি। তবে রিটকারী ট্রেড অর্গানাইজেশনের (বাণিজ্য সংগঠনের) মহাপরিচালক বরাবর একটি আবেদন করেছিলেন, সেই আবেদন সাত দিনের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন।

এর আগে রিহ্যাবের বর্তমান পরিচালনা পর্ষদের প্রথম সহসভাপতি কামাল মাহমুদের প্রতিষ্ঠান স্কাইরোজ বিল্ডার্স লিমিটেড বাদী হয়ে হাইকোর্টে এই রিট করেন। রিট নম্বর ১১৫৭৭/২০২৩। রিট আবেদনে সংগঠনের গঠনতন্ত্র মেনে নির্বাচনী বোর্ড এবং নির্বাচনী আপিল বোর্ড গঠন করা হয়নি- এমন অভিযোগ তুলে তা বাতিলের দাবি জানানো হয়। জানা যায়, রিহ্যাবের বর্তমান পরিচালনা পর্ষদই সরকার তারিকুল আলমকে চেয়ারম্যান করে তিন সদস্যের নির্বাচন বোর্ড গঠন করে। সেই নির্বাচন বোর্ড গত ২০ জুলাই রিহ্যাব ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পযর্ষদ ও অফিস বেয়ারার পদের নির্বাচনের তপশিল ঘোষণা করে।

ইতোমধ্যে নির্বাচনে ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামীকাল মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই ও বৈধ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। বাতিল হওয়া মনোনয়নপত্রের সম্পর্কে ৭ সেপ্টেম্বর বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন পরিচালনা আপিল বোর্ডের কাছে আপত্তি জমা দিতে পারবেন প্রার্থীরা। আপত্তির ওপর ১০ সেপ্টেম্বর আপিল বোর্ডে শুনানি ও সিদ্ধান্ত প্রদান করা হবে। পরে ১১ সেপ্টেম্বর বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করবেন। পরে ৯ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

১০ অক্টোবর বেলা ১২টা পর্যন্ত অফিস বেয়ারার পদে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবে। একই দিন বিকাল ৩টায় নির্বাচিত পরিচালকদের ভোটে অফিস বেয়ারার পদে নির্বাচন ও প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। ১১ অক্টোবর নির্বাচন ফলাফলের বিরুদ্ধে আপিল বোর্ডের নিকট আপত্তি দাখিল করতে পারবে। ১২ অক্টোবর বেলা ২টা পর্যন্ত আপিল বোর্ড নির্বাচন ফলাফলের আপত্তির ওপর শুনানি ও সিদ্ধান্ত জানাবেন। একই দিন নির্বাচন বোর্ড বিকাল ৪টায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করবেন।

নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম চলমান থাকাবস্থায় নির্বাচন ঠেকাতে হাইকোর্টে রিট করা হয়। জানা যায়, রিটকারী রিহ্যাবের বর্তমান পরিচালনা পর্ষদের প্রথম সহসভাপতি কামাল মাহমুদের উপস্থিতিতে পরিচালনা পর্ষদ নতুন পর্ষদ নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়। নির্বাচন পরিচালনা বোর্ড ও আপিল বোর্ড গঠন হয় সবার সর্বসম্মতিক্রমে। অভিযোগ রয়েছে, পরে নির্বাচন ঠেকাতে একটি গোষ্ঠী নানা অপকৌশল গ্রহণ করছে। নির্বাচনে হস্তক্ষেপ করতে ইতোমধ্যে বাণিজ্য সংগঠনের মহাপরিচালক বরাবর চিঠিও দেন রিটকারী। কিন্তু তাতেও কোনো সাড়া না পাওয়ায় সর্বশেষ বিষয়টি উচ্চ আদালতে গড়ায়। তবে রিটের শুনানি করে উচ্চ আদালত নির্বাচন স্থগিতের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ

দুবাইয়ে তুষারপাতের ছবি শেয়ার করলেন ক্রাউন প্রিন্স

বাংলাদেশকে এবার বড় লজ্জা দিল পাকিস্তান

দুদকের মামলায় আবেদ আলী কারাগারে

বৃদ্ধাঙ্গুলি দেখানোর বিষয়ে যে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিপন রিমান্ডে 

হাদি হত্যার আসামি রুবেল ৬ দিনের রিমান্ডে

মাইক ব্যবহারে সময় বেঁধে দিল ইসি

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি : তারেক রহমান

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়নে গঠিত টাস্কফোর্স নিয়ে হাইকোর্টের রুল

১০

পাতা না ঠোঁট কোনটি আগে দেখলেন, উত্তর মিলিয়ে জেনে নিন আপনার ব্যক্তিত্ব

১১

চোখের নিচের কালো দাগ কখন ভয়াবহ রোগের লক্ষণ? যা বলছে গবেষণা

১২

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে : মির্জা আব্বাস 

১৩

সুপার সিক্সে বাংলাদেশ

১৪

রাজধানীর মিরপুরে বিজিবি মোতায়েন

১৫

ঘুমের মধ্যে পায়ের রগে টান কেন পড়ে, এটি কীসের লক্ষণ?

১৬

এসএমইদের আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন কার্ড চালু করল ব্র্যাক ব্যাংক

১৭

দেশীয় সুতার কারখানা বন্ধ হলে আমদানি নির্ভর হয়ে পড়বে পোশাক খাত : বিটিএমএ

১৮

রমজানে মসজিদের বাইরে মাইক ব্যবহার নিষিদ্ধ করল সৌদি

১৯

এটি শুধু একটি শিরোনাম নয়; সময়ের দাবি

২০
X