হত্যাচেষ্টার অভিযোগে রমনা মডেল থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অব্যাহতি পেয়েছেন।
রোববার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন।
এ বিষয়ে ফখরুলের পক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বলেন, ২০১৩ সালের ২ মার্চ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনের মামলাটি দায়ের করেন রমনা থানার পুলিশ। একই বছরে মির্জা ফখরুলসহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করা হয়। পরে মির্জা ফখরুলের বিরুদ্ধে করা মামলার অভিযোগ নিয়ে উচ্চ আদালত যায়। উচ্চ আদালত মির্জা ফখরুলের অভিযোগের অংশটুকু বাতিলের আদেশ দেন। উচ্চ আদালতের নির্দেশ আমল নিয়ে মির্জা ফখরুলকে মামলার দায় থেকে অব্যাহতির আদেশ দেন। তবে অন্যান্য আসামির বিচার চলবে।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ২ মার্চ বেলা ৫টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ শেষে মগবাজার মোড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যরা দলবদ্ধে পুলিশের কর্তব্যকাজে বাধা প্রদান করে। এছাড়া পুলিশ ও জনসাধারণকে হত্যার উদেশ্যে ইটপাটকেল নিক্ষেপ, ককটেল ও বোমার বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে।
মন্তব্য করুন