প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানায় করা মামলায় গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুনানিতে আদালতের অনুমতি নিয়ে শামসুজ্জামান দুদু বলেন, আমি অসুস্থ, বয়সও হয়েছে। ছাত্রদল ও কৃষকের সভাপতি ছিলাম। এখন বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। রিমান্ড বাদেও মামলার তদন্ত হয়। প্রতি মাসে বিভিন্ন মামলায় ১০-১৫ দিন আদালতে হাজিরা দিতে আসি।
তিনি বলেন, আমার পরিবারের ৯ জন আইনজীবী। সেই পরিবারের সদস্য হিসেবে যে প্রশ্নের মুখোমুখি হয়েছি এর মতো লজ্জাজনক ঘটনা জীবনে নেই। আমরা আইনের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আসছি। দুর্ভাগ্যজনক আমরা যে মঞ্চে ছিলাম, সেই মঞ্চে থাকা কোনো ভাইস চেয়ারম্যান বক্তব্য দেয়নি। যেটা সত্য না সেটা কেন অন্যের ঘাড়ে চাপাতে হবে। এটার জন্য কি ৫০ বছর ধরে লড়াই সংগ্রাম করছি।
এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে তার পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম। এ সময় আসামিপক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়া, ওমর ফারুক ফারুকী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও লাঠি দিয়ে প্রধান বিচারপতির বাসভবনের নামফলক, গেটে হামলা চালায়। তারা ভেতরে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ।
মন্তব্য করুন