কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

জাহাঙ্গীর-জুয়েলসহ বিএনপির ২০ নেতাকর্মীর সাজা

উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর ও ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূইয়া জুয়েল। পুরোনো ছবি
উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর ও ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূইয়া জুয়েল। পুরোনো ছবি

আরও পৃথক দুই মামলায় উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর ও ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূইয়া জুয়েলসহ ২০ জনের সাজা দিয়েছেন আদালত। এ নিয়ে গত ৯ অক্টোবর থেকে এ পর্যন্ত ২৬ মামলায় বিএনপির ৩৪৭ নেতাকর্মীর সাজা হয়েছে।

এর মধ্যে রাজধানীর উত্তরা পূর্ব থানার বিস্ফোরক মামলায় জাহাঙ্গীরসহ ১১ নেতাকর্মীকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার ঢাকার মহানগর বিশেষ ট্রাইবুনাল-১০ এর বিচারক মো. মামুনুর রহমান সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত অপর আসামিরা হলেন—উওরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস আই টুটুল, মনির হোসেন, নাজিম, আশরাফুল, মাসুদ, শাহাদত হোসেন, শাহীন, ইঞ্জিনিয়ার ফখরুল, সালাম ও নাইম। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৩৮ আসামিকে খালাস দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে জাহাঙ্গীর কারাগারে আছেন। তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া বাকি আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

এর আগে ২০১৩ সালের ২৬ নভেম্বর বিএনপি-জামায়াতের ৩০০/৪০০ নেতাকর্মী রাজধানীর আজমপুর রেল গেট কাঁচাবাজার এলাকায় পুলিশের উদ্দেশ্য ইট পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এসময় তারা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় উপপরিদর্শক এস্কেন্দার আলী শেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ২০ এপ্রিল চার্জশিট দাখিল করে পুলিশ।

রাজধানীর পল্টন থানা এলাকায় একটি প্রাইভেট কার ও একটি বাসে আগুন দেওয়ার আরেক মামলায় ছাত্রদলের সভাপতি সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ নয়জনকে তিন বছর তিন মাস করে সাজা দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রায় দেন। রায়ে প্রত্যেক আসামিকে দণ্ডবিধির ১৪৩ ধারার তিন মাস ও দণ্ডবিধির ৪৩৫ ধারায় তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

অন্য আসামিরা হলেন-পল্টন থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, পল্টন থানা যুবদলের তৎকালীন নেতা লিওন হোসেন, উত্তম কুমার, ভাসানী জাহাঙ্গীর, মিজানুর রহমান, আরিফুল হক ও রুবেল।

২০১৩ সালের ৩ নভেম্বর নয়াপল্টন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১০-১৫ জন নেতাকর্মী মিছিল করছিলেন। মিছিলকারীরা দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারে আগুন দেন। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে পুলিশের দুজন কনস্টেবল আহত হন। পরে রাজউক ভবনের সামনে থাকা একটি বাসে আগুন দেন। এ ঘটনায় পল্টন থানার তৎকালীন উপপরিদর্শক মনিবুর রহমান বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ১৮ নভেম্বর কাদের ভূঁইয়াসহ ৯ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

স্বপ্নদ্রষ্টার হাত ধরে ল্যাবএইড এআইয়ের উদ্বোধন

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে 

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

১০

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

১১

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

১২

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

১৩

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

১৪

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

১৫

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

১৬

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

১৭

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

১৮

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

১৯

ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

২০
X