প্রথমবারের মতো অধস্তন আদালতের বিচারকদের পরিচয়পত্র তুলে দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকালে সুপ্রিম কোর্ট কনফারেন্স রুমে অধস্তন আদালতের বিচারকদের পরিচয়পত্র প্রদানের উদ্বোধন করেন প্রধান বিচারপতি।
আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারোয়ার, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীসহ অধস্তন আদালতের বিচারকদের হাতে আধুনিক সিকিউরিটি ফিচার সম্বলিত এই পরিচয়পত্র তুলে দেন।
অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আশফাকুল ইসলাম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও অধস্তন আদালতের মনিটরিংয়ের দায়িত্বপ্রাপ্ত হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রারের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন