কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ১২:০২ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সাঈদীর চিকিৎসককে হুমকিদাতা তাফসিরুল সম্পর্কে যা জানাল র‍্যাব

তাফসিরুল ইসলাম। ছবি : সংগৃহীত
তাফসিরুল ইসলাম। ছবি : সংগৃহীত

দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তাফসিরুল ইসলামকে (২৩) ঝিনাইদহের মহেশপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, গত রাতে ঝিনাইদহের মহেশপুর এলাকায় অভিযান পরিচালনা করে সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারী এবং সাঈদীকে চিকিৎসা দেওয়া ডা. মোস্তফা জামানকে হত্যার হুমকিদাতা তাফসিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাফসিরুল সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারসহ চিকিৎসক মোস্তফা জামানকে সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইলে ম্যাসেজ দিয়ে হত্যার হুমকি প্রদানের ব্যাপারে তথ্য প্রদান করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তফসিরুল স্থানীয় একটি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ালেখা করছেন। তিনি স্কুলজীবন থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন সক্রিয় সদস্য। তাফসিরুল আইটিতে দক্ষ হওয়ায় অনলাইনে ইমেইল মার্কেটিংয়ের কাজ করে মাসে ১০ থেকে ১২ হাজার টাকা আয় করতেন।

তাফসিরুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দ্বারিয়াপুর, মহেশপুর#তাফসিরুল ইসলাম’ ও ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দ্বারিয়াপুর, মহেশপুর@তাফসিরুল ইসলাম’ নামে দুটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন হিসেবে পরিচালনা করে। মূলত সে দলীয় ও রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত ক্ষোভ ও আক্রোশ থেকে মোস্তাফা জামানের ব্যক্তিগত মোবাইল নম্বর বিভিন্ন মাধ্যমে খুঁজে বের করে হোয়াটসঅ্যাপে হুমকি দেন।

সেখানে তিনি লিখেন, এই খুনি বাইরে আয় তোকে এবং তোর পরিবারের সব সদস্যকে হত্যা করে আমি আমার জীবনের লক্ষ্য পূরণ করব, 9 mm কিনে রেখেছি। একই সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে ম্যাসেজ দিয়ে প্রাণনাশের হুমকি প্রদান করে।

এসব ঘটনার পর ভুক্তভোগী চিকিৎসক মোস্তফা জামান থানায় সাধারণ ডায়েরি করলে গ্রেপ্তার তাফসিরুল উক্ত মেসেজ শুধু হোয়াটসঅ্যাপ থেকে মুছে ফেলে। কিন্তু তার মোবাইলে উল্লিখিত হত্যার হুমকিসংবলিত মেসেজের স্ক্রিনশট পাওয়া যায়।

র‍্যাব আরও জানায়, সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে একটি চক্র অপপ্রচার করার চেষ্টা করছে এবং একই সঙ্গে যারা জামায়াত নেতা সাঈদীর চিকিৎসার সঙ্গে জড়িত ছিলেন তাদের হুমকি, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে।

র‍্যাব জানায়, বিশেষজ্ঞ একদল চিকিৎসক আন্তর্জাতিক প্র্যাকটিস অনুসরণ করে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চিকিৎসা করেন সাঈদীর। এ ছাড়াও তার পরিবারও তার চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানা যায়।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী গত ১৩ আগস্ট অসুস্থ হওয়ায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরবর্তীতে গত ১৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪০ মিনিটে তিনি মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসিআই মোটরসে চাকরির সুযোগ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘অ্যাডমিশন ফেস্ট, স্প্রিং-০২০২৬’-এর উদ্বোধন

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

গভীর রাতে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

ঘুম থেকে উঠে এই ৫ কাজে দ্রুত কমবে ওজন

১৪ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

হাদি হত্যার বিচার হতেই হবে : মির্জা ফখরুল

ঘোষণা আজ / জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত

‘শেয়ার শূন্য ৫ ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

খালেদা জিয়ার রাজনৈতিক শিক্ষা সারা জীবন বয়ে চলার অঙ্গীকার ব্যারিস্টার অমির

১০

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জবিতে শীতবস্ত্র বিতরণ 

১১

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা : ভারতের সেনাপ্রধান

১২

ইরানি বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের

১৩

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে চীন

১৪

রাজধানীর যেসব এলাকায় গ‍্যাস বন্ধ

১৫

‘শেষ ৪ মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি’

১৬

বুধবার সায়েন্সল্যাব-টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধের ঘোষণা

১৭

যে কারণে স্বতন্ত্র নির্বাচন করছেন, জানালেন তাসনিম জারা

১৮

মাদ্রাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

১৯

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি : ‘এক ইঞ্চিও পিছু হটব না’

২০
X