কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৩ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নিজের গাড়ি নিজে ভাড়া নেওয়া সেই কর্মকর্তার শাস্তি শুধু ‘তিরস্কার’

প্রকল্প পরিচালক (পিডি) এস এম আশিকুর রহমান ও তার গাড়ি। ছবি : সংগৃহীত
প্রকল্প পরিচালক (পিডি) এস এম আশিকুর রহমান ও তার গাড়ি। ছবি : সংগৃহীত

সরকারি বরাদ্দের গাড়ি ব্যবহার না করে নিজের গাড়ি নিজেই প্রকল্পের জন্য ভাড়া নিয়ে ব্যবহার করতেন মৎস্য অধিদপ্তরের ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের’ প্রকল্প পরিচালক (পিডি) এস এম আশিকুর রহমান। আর সেই গাড়ি ঠিকাদারের মাধ্যমে নিজের কাছে ভাড়া দিয়ে মাসে আয় করতেন অর্ধলক্ষাধিক টাকা। যা সরকারি বিধি-বিধানের পরিপন্থি।

এ বিষয়ে জানার পর তদন্ত শুরু করে মৎস্য অধিদপ্তর। তদন্তে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ মেলে। তবে তদন্তে দোষী সাব্যস্ত করা হলেও শাস্তি হিসেবে ‘তিরস্কার’ সূচক লঘুদণ্ড দেওয়া হয়েছে। যা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ২৮ জানুয়ারি প্রকাশিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

অভিযোগ প্রমাণিত হওয়ার পরেও শাস্তি হিসেবে তিরস্কার সূচক লঘুদণ্ড দেওয়ার যুক্তি হিসেবে মন্ত্রণালয় বলছে, প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও তদারকির স্বার্থে অজ্ঞতাবশত গাড়িটি সরল বিশ্বাসে সরবরাহকারী প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছিল এবং আশিকুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগের দায় থেকে অব্যাহতি প্রার্থনা করেছেন। তাই তাকে তিরস্কারের মতো লঘুদণ্ড দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভাগীয় মামলার অভিযোগ, উভয়পক্ষের বক্তব্য, অভিযুক্ত কর্মকর্তার দাখিলকৃত জবাব, তথ্য-প্রমাণ ও প্রাসঙ্গিক বিষয়গুলো পর্যালোচনায় সরকারি ক্রয়সংক্রান্ত বিধিমালা লঙ্ঘন করে নিজের গাড়ি প্রকল্পের গাড়ি সরবরাহকারী ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে ভাড়া নেওয়ায় সরকারি কর্মচারী বিধি অনুযায়ী ‘অসদাচরণ’ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত আশিকুর রহমান তার লিখিত বক্তব্য সমর্থন করে বলেছেন, সরকারি কোষাগার থেকে তিনি সরাসরি অর্থ গ্রহণ করেননি এবং তেল বাবদ নিজে কোনো টাকা গ্রহণ করেননি। প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও তদারকির স্বার্থে অজ্ঞতাবশত গাড়িটি সরল বিশ্বাসে সরবরাহকারী প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছিল। একইসঙ্গে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগের দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন।

এ পরিপ্রেক্ষিতে একই বিধিমালার ৩(খ) বিধি অনুযায়ী অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত করে অভিযোগের গুরুত্ব ও অন্যান্য বিষয়াদি বিবেচনায় বিধি অনুযায়ী এস এম আশিকুর রহমানকে তিরস্কার সূচক লঘুদণ্ড প্রদান করা হলো।

এর আগে গত ৩ সেপ্টেম্বর প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে চিঠি মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (অর্থ ও পরিকল্পনা) মো. সাহেদ আলী বরাবর একটি চিঠি দেন অধিদপ্তরের উপপরিচালক ড. মো. আবদুর রউফ।

সেই চিঠিতে বলা হয়, প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমান একটি গাড়ি ভাড়া করে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করছেন, যার নম্বর ঢাকা মেট্রো ঘ-১২-১৪১৬। ওই গাড়ির বিপরীতে জ্বালানিসহ অন্যান্য আনুতোষিক ব্যয়ের জন্য সরকারি কোষাগার থেকেই অর্থ উত্তোলন করছেন তিনি।

গাড়িটি এসএম আশিকুর রহমানের ব্যক্তিগত গাড়ি উল্লেখ করে চিঠিতে আরও জানানো হয়, এই গাড়ির জন্য তিনি নিয়মিত ভাড়া গ্রহণ করছেন, যা সরকারি বিধিবিধানের পরিপন্থি এবং দুর্নীতি ও অসদাচরণের শামিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে 

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

১০

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

১১

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

১২

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

১৩

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

১৪

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

১৫

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

১৬

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

১৭

ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

১৮

খুন করে আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চান হত্যাকারীরা

১৯

ইংলিশদের বিপক্ষে মারুফাদের লড়াই করে হার

২০
X