

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানের সুযোগকে গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, ১৭ বছরের দীর্ঘ বিরতির পর দেশের মানুষ আবার নির্বাচনের পথে রয়েছে। এবারের নির্বাচন কেবল একটি সাধারণ ভোট নয়, এটি দেশের মানুষের কাছে একটি ‘মুক্তির বার্তা’।
শুক্রবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ১৭ বছর পর আমরা প্রকৃত নির্বাচনের সুযোগ পাচ্ছি। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় দেশবাসী এবং বিশেষ করে তরুণ প্রজন্ম অনেক কিছুই ভুলে গেছে। গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত বছরগুলোতে দলের অনেক নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। তাই এই নির্বাচনকে তারা ‘মুক্তির লড়াই’ হিসেবে দেখছেন।
নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি বিশেষ দল চক্রান্ত করছে। তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতা রুখতে এবং জনমনে আতঙ্ক ও মিথ্যাচার ছড়ানো বন্ধ করতে সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে।
প্রবাসীদের ভূমিকা নিয়ে বলেন, বিগত সরকার প্রবাসীদের যথাযথ গুরুত্ব দেয়নি এবং তাদের অবদানকে সবসময় অবমূল্যায়ন করেছে। তবে বিএনপি প্রবাসীদের যোগ্য সম্মান ও শ্রদ্ধা জানায় এবং তাদের ‘দেশের গর্ব’ হিসেবে বিবেচনা করে।
সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, রফিক সিকদার, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।
মন্তব্য করুন